নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
রিয়াং শরনার্থী নিয়ে দিল্লীতে আজ স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী কথা
রাজ্যের তিনটি জেলার বারোটি এলাকায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত হয়ে গেছে । রাজ্যের আটটি জায়গায় ইতিমধ্যে তিন হাজার পাঁচশ ছাব্বিশটি রিয়াং শরণার্থী পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়ে গেছে । শুক্রবার এবং শনিবার উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমারের সাথে শরণার্থী নেতাদের দফায় দফায় আলোচনার পর সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে । শুক্রবার এবং শনিবার জেলা শাসক নাগেশ এবং কুমার আধিকারিকদের জেলার অন্যান্য নিয়ে কাঞ্চনপুর মহকুমাশাসকের অফিস চেম্বারে ম্যারাথন বৈঠক করেন । রিয়াং শরণার্থী নেতারা যেসব শরণার্থী পরিবারকে স্থায়ী পুনর্বাসন দেওয়া হবে তার শেষ পর্যায়ের চুড়ান্ত তালিকা শনিবার জেলা শাসকের হাতে তুলে দিয়েছে । ইতিমধ্যে রাজ্যের তিন জেলার আটটি জায়গায় ৩৫২৬ পরিবার রিয়াং শরণার্থীকে স্থায়ী পুনর্বাসন দেওয়া হয়ে গেছে । এর মধ্যে অমরপুর মহকুমার কালাঝরি , ধলাই জেলার হাদুকরাই পাড়া এবং উত্তরের রাণীপাড়া , ভান্ডারীমা এলাকায় স্থায়ী পুনর্বাসন দেওয়া হয়ে গেছে । কেন্দ্রীয় সরকার , ত্রিপুরা সরকার এবং রিয়াং শরণার্থী নেতাদের চুক্তি অনুযায়ী মোট ৬৯৬৯ পরিবারের ৩৭,১৩৬ জনকে রাজ্যের বারোটি জায়গায় পুনর্বাসন দেওয়া হচ্ছে । রিয়াং শরণার্থী পুনর্বাসন নিয়ে কেন্দ্রীয় সরকার আর কোন ঢিলেমি চাইছে না । যার জন্য ৩১ আগষ্ট পর্যন্ত শরণার্থীদের ত্রাণ দিয়ে ত্রাণের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে মহকুমা প্রশাসন । এখনো পর্যন্ত ত্রাণের সময়সীমা বাড়ানোর জন্য মহকুমা প্রশাসন কোনও বার্তা পায়নি উপরমহল থেকে । এদিকে উত্তর জেলার জেলা শাসকের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই রিয়াং শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে বসবেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা । তাছাড়া প্রিন্সিপাল আগরতলা সেক্রেটারির অফিস কক্ষে ভার্চুয়াল ওই বৈঠকে অংশ নেবেন উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমার এবং কাঞ্চনপুর মহকুমা শাসক সুভাষ আচার্য । ইতিমধ্যে রিয়াং শরণার্থী ইস্যু নিয়ে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং ইয়ং ব্রু অ্যাসোসিয়েশন নরমেগরমে ডেপুটেশন দিলেও জেলা প্রশাসন তার নিজস্ব সিদ্ধান্তে পুনর্বাসন চুড়ান্ত করে নিয়েছে । কাঞ্চনপুর মহকুমার গছিরামপাড়া , আশাপাড়া , আনন্দবাজার , ভান্ডারীমা এলাকায় মিজোরাম থেকে আসা রিয়াং শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন দিলেও স্থানীয় ইয়ং ব্রু অ্যাসোসিয়েশনের কোনও আপত্তি নেই বলে জেলা প্রশাসনকে জানিয়েছে । তবে এতে আপত্তি আছে সুরক্ষা মঞ্চের । আগরতলার খবর : প্রশাসনিক সফরে রবিবার সন্ধ্যায় বিমানে দিল্লী গেলেন । মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । এই সফরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করবেন । সোমবার প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হতে চলেছে । যতদূর জানা গেছে , রাজ্যে চলতি প্রকল্পগুলির বাস্তবায়নের গতি প্রকৃতি নিয়ে ওই বৈঠক হবে । এছাড়া সরকারী কর্মকাণ্ডের বিষয়েও তার আলোচনা হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হতে চলেছে মঙ্গলবার । বৈঠকে রিয়াং শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়ার জটিলতা নিরসনে আলোচনা হতে পারে বলে জানা গেছে ।