রিয়াং শরনার্থী নিয়ে দিল্লীতে আজ স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী কথা

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের তিনটি জেলার বারোটি এলাকায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত চুড়ান্ত হয়ে গেছে । রাজ্যের আটটি জায়গায় ইতিমধ্যে তিন হাজার পাঁচশ ছাব্বিশটি রিয়াং শরণার্থী পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়ে গেছে । শুক্রবার এবং শনিবার উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমারের সাথে শরণার্থী নেতাদের দফায় দফায় আলোচনার পর সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে । শুক্রবার এবং শনিবার জেলা শাসক নাগেশ এবং কুমার আধিকারিকদের জেলার অন্যান্য নিয়ে কাঞ্চনপুর মহকুমাশাসকের অফিস চেম্বারে ম্যারাথন বৈঠক করেন । রিয়াং শরণার্থী নেতারা যেসব শরণার্থী পরিবারকে স্থায়ী পুনর্বাসন দেওয়া হবে তার শেষ পর্যায়ের চুড়ান্ত তালিকা শনিবার জেলা শাসকের হাতে তুলে দিয়েছে । ইতিমধ্যে রাজ্যের তিন জেলার আটটি জায়গায় ৩৫২৬ পরিবার রিয়াং শরণার্থীকে স্থায়ী পুনর্বাসন দেওয়া হয়ে গেছে । এর মধ্যে অমরপুর মহকুমার কালাঝরি , ধলাই জেলার হাদুকরাই পাড়া এবং উত্তরের রাণীপাড়া , ভান্ডারীমা এলাকায় স্থায়ী পুনর্বাসন দেওয়া হয়ে গেছে । কেন্দ্রীয় সরকার , ত্রিপুরা সরকার এবং রিয়াং শরণার্থী নেতাদের চুক্তি অনুযায়ী মোট ৬৯৬৯ পরিবারের ৩৭,১৩৬ জনকে রাজ্যের বারোটি জায়গায় পুনর্বাসন দেওয়া হচ্ছে । রিয়াং শরণার্থী পুনর্বাসন নিয়ে কেন্দ্রীয় সরকার আর কোন ঢিলেমি চাইছে না । যার জন্য ৩১ আগষ্ট পর্যন্ত শরণার্থীদের ত্রাণ দিয়ে ত্রাণের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে মহকুমা প্রশাসন । এখনো পর্যন্ত ত্রাণের সময়সীমা বাড়ানোর জন্য মহকুমা প্রশাসন কোনও বার্তা পায়নি উপরমহল থেকে । এদিকে উত্তর জেলার জেলা শাসকের কাছ থেকে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরই রিয়াং শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকে বসবেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা । তাছাড়া প্রিন্সিপাল আগরতলা সেক্রেটারির অফিস কক্ষে ভার্চুয়াল ওই বৈঠকে অংশ নেবেন উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমার এবং কাঞ্চনপুর মহকুমা শাসক সুভাষ আচার্য । ইতিমধ্যে রিয়াং শরণার্থী ইস্যু নিয়ে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং ইয়ং ব্রু অ্যাসোসিয়েশন নরমেগরমে ডেপুটেশন দিলেও জেলা প্রশাসন তার নিজস্ব সিদ্ধান্তে পুনর্বাসন চুড়ান্ত করে নিয়েছে । কাঞ্চনপুর মহকুমার গছিরামপাড়া , আশাপাড়া , আনন্দবাজার , ভান্ডারীমা এলাকায় মিজোরাম থেকে আসা রিয়াং শরণার্থীদের স্থায়ী পুনর্বাসন দিলেও স্থানীয় ইয়ং ব্রু অ্যাসোসিয়েশনের কোনও আপত্তি নেই বলে জেলা প্রশাসনকে জানিয়েছে । তবে এতে আপত্তি আছে সুরক্ষা মঞ্চের । আগরতলার খবর : প্রশাসনিক সফরে রবিবার সন্ধ্যায় বিমানে দিল্লী গেলেন । মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । এই সফরে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করবেন । সোমবার প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হতে চলেছে । যতদূর জানা গেছে , রাজ্যে চলতি প্রকল্পগুলির বাস্তবায়নের গতি প্রকৃতি নিয়ে ওই বৈঠক হবে । এছাড়া সরকারী কর্মকাণ্ডের বিষয়েও তার আলোচনা হবে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হতে চলেছে মঙ্গলবার । বৈঠকে রিয়াং শরণার্থী পুনর্বাসন প্রক্রিয়ার জটিলতা নিরসনে আলোচনা হতে পারে বলে জানা গেছে ।

Dainik Digital

Recent Posts

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

45 mins ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

50 mins ago

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের আঁশ!!

দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…

1 hour ago

দাঁতের গর্ত এবং ক্ষয় এড়াতে সঠিক মাজন ব্যবহার করুন!!

অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…

1 hour ago

দেশের সাম্প্রতিক পরিস্থিতি, কৈলাসহর বিমানবন্দর চালু করার দাবি উঠলো!!

অনলাইন প্রতিনিধি :-জনগণের দাবিবর্তমান পরিস্থিতিতে কৈলাসহর বিমানবন্দর চালু অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে যেখানে ভারতের…

1 hour ago

নতুন করে চার মামলায় গ্রেপ্তার চিন্ময় প্রভু!!

অনলাইন প্রতিনিধি :-পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে…

1 hour ago