রীতিনীতি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা!!

 রীতিনীতি মেনে জগন্নাথ দেবের স্নানযাত্রা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-হিন্দু পঞ্জিকা অনুযায়ী জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। এদিন সমস্ত রীতিনীতি মেনে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে স্নান করানো হয়। জগন্নাথের ভক্তদের কাছে এই দিনটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবেই মনে করা হয়। মোট ১০৮ গড়া জলে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে স্নান করানো হয়। রথযাত্রার পূর্বে গুরুত্বপূর্ণ উৎসব হল এই স্নান যাত্রা। আজ থেকেই রথযাত্রার দিন গোণা শুরু ভক্তদের। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদীতে এনে রাখা হয়। এছাড়া তাঁদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। সমস্ত রীতিনীতি মেনে শনিবার ঘটা করে আগরতলার ইস্কন মন্দিরের তরফে পূর্বাশার মাঠে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলিপ দাস, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ অন্যান্যরা।

এছাড়াও আগরতলা জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয়। সেখানেও ভক্তদের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়।
স্নানযাত্রার ১৫ দিন পরেই অনুষ্ঠিত হবে জগন্নাথের রথযাত্রা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.