রুশ গোলায় নিহত ফরাসি সাংবাদিক

 রুশ গোলায় নিহত ফরাসি সাংবাদিক
এই খবর শেয়ার করুন (Share this news)

রুশ কামান থেকে নিক্ষিপ্ত গোলায় ইউক্রেনের পূর্বাংশে নিহত হয়েছেন ফরাসি সাংবাদিক ফ্রেডেরিক লেক্রের্ক ইমহফ্ । বত্রিশ বছরের এই তরুণ সাংবাদিকের মৃত্যুতে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটে লিখেছেন , বি এফ এম টিভিতে তিনি দেখাচ্ছিলেন আক্রান্ত দেশের সাধারণ মানুষের দুঃখ কষ্ট । ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনকে রাশিয়া আক্রমণের পর থেকে এই সাংবাদিক দুবার ফ্রান্স থেকে আসেন । গতকাল তিনি সেভেরোদোন্তেস্ক শহরের নিকটে ছিলেন । সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে একটি গাড়িতে চড়ে পালাচ্ছিল । ওই গাড়িতে ছিলেন ফরাসি সাংবাদিক । হানে রুশ গাড়িটিতে আঘাত বম্বার্ডমেন্ট । ওই গাড়িতে উঠে স্থানীয় মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ দেখে বার্তা পাঠাচ্ছিলেন সাংবাদিক । পলায়ন বা ভয়ে স্থানান্তরে গমনশীল নিরীহ মানুষের বক্তব্যও জানাচ্ছিলেন তিনি । এবার হিউম্যানিটারিয়ান মিশন রিপোর্টার ছিলেন তিনি । কিন্তু মিশন অ্যাকমি লন্ড হতে পারল না । কারণ রুশ গোলায় প্রাণ দিলেন ফরাসি সাংবাদিক। ফরাসি বিদেশমন্ত্রী ক্যাথারিন কোলোনা সোমবারই ইউক্রেনের রাজধানীতে আসেন । তিনি ফরাসি সাংবাদিক হত্যার প্রেক্ষিতে তদন্তের জন্য অনুরোধ জানান রাষ্ট্রপতি জেলেন্স্কিকে । ফরাসি বিদেশমন্ত্রী বলেন , ওই সাংবাদিকের সাথে থাকা আরেক সাংবাদিক ম্যাক্সিম ব্র্যাণ্ড স্টায়েট্টের আহত হন গোলার আঘাতে ।
আহত সাংবাদিকও ফরাসি । ফ্রান্সের সাংবাদিক মহল এই ঘটনায় দুঃখিত রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলেছে , কর্তব্যরত অবস্থায় এই যুদ্ধে অন্তত আট সাংবাদিক নিহত হয়েছে । লুগান্স্ক গভর্নর বলেছেন , গাড়িটি দশ জনকে নিয়ে আসার সময় গোলার আঘাতে ওই সাংবাদিকের প্রাণ যায় ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.