রেগার নামে লুন্ঠন চলছেঃমানিক
দৈনিক সংবাদ অনলাইন।। রেগার নামে রাজ্যে লুন্ঠন চলছে। দুর্নীতিতে ভরে গেছে উপর থেকে নীচে পর্যন্ত। আর এই সব করছে মন্ডলের কিছু লোক। বুধবার দুপুরে সিপিআই(এম) খোয়াই মহকুমা কার্যালয়ের সামনে বনকৱ এলাকায় জনস্বার্থ সংশ্লিষ্ট ১২ দফা দাবি নিয়েসিপিএম। সভাকে কেন্দ্র করে শহরে একটি বিক্ষোভ মিছিলও হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার এই কথা গুলি বলেন।
এছাড়াও ওই দিন সভায় ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, প্রাক্তন বিধায়ক পদ্ম কুমার দেববর্মা, জিএমপি নেতা রঞ্জিত দেববর্মা সহ অন্যান্যরা।
বিরোধী দলনেতা আরও বলেন, রাজ্যের প্রত্যেকটি মহকুমায় বিদ্যুৎ, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিক্ষা, পানীয় জল ইত্যাদি পরিষেবার গত চার বছরে কোন মান উন্নয়ন হয়নি, বরং মারাত্মক অবনতি হয়েছে। গত এক মাসে রাজ্যের ২৩টি মহকুমা, ৮ টি জেলা, ৫৭ টি ব্লক এবং ২০ টি নগর এলাকা ঘুরে এসে যে চিত্র পাওয়া গেছে তা বড়ই ভয়ঙ্কর। সবকটি এলাকাতেই সরকারি অর্থের নয়ছয় হয়েছে। আর এই লুটপাটের ঘটনায় জড়িত মন্ডলের লোকেরা।