রেলমন্ত্রীর কাছে রাজ্যের জন্য আরও রেল দাবি প্রতিমার।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- রাজ্যের জন্য আরও বেশ কয়েকটি যাত্রী ট্রেন দাবি করেন প্রতিমা ভৌমিক। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ ও কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং • মহিলা ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতী ভৌমিক এ উপলক্ষে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। শুক্রবার নয়াদিল্লীস্থ রেল ভবনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমা ভৌমিক। তিনি রেলমন্ত্রীর কাছে রাজ্যের জন্য বেশকিছু যাত্রীট্রেন বরাদ্দ করার কথা বলেন। জানান দ্রুত এসব ট্রেনের চলাচল শুরু করতে হবে বলে। শ্রীমতী ভৌমিকের তরফে রাজ্যের সাংসদ হিসাবে আগরতলা – দেওঘর – আগরতলার মধ্যে আরও এক জোড়া দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর দাবি জানান রেলমন্ত্রীর কাছে। পাশাপাশি আগরতলা – পুরী – আগরতলা সহ আগরতলা – বৃন্দাবন – আগরতলার মধ্যে সপ্তাহে অন্তত এক জোড়া করে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন শুরুর কথা বলেন তিনি। প্রতিমা ভৌমিক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আগরতলা – গুয়াহাটি – আগরতলার মধ্যে নিয়মিত ট্রেন চলাচল শুরু করার কথাও বলেন। তার বক্তব্য রাজ্যের মানুষকে দেওঘরে আসা-যাওয়ার জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হয়। আগরতলা – দেওঘর – আগরতলার মধ্যে সপ্তাহে অন্তত আরও এক জোড়া যাত্রীট্রেন চলাচল করলে উল্লেখিত সমস্যা থাকবে না। রাজ্যের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পরে জানান যে, তার বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগরতলা- দেওঘর – আগরতলার মধ্যে অচিরেই আরও এক জোড়া যাত্রীট্রেন চলাচল শুরু করা হবে বলে। এর জন্য রেলমন্ত্রী রেল বোর্ডের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। আধিকারিকদের আগরতলা- গুয়াহাটি – আগরতলার মধ্যে। নিয়মিত যাত্রীট্রেন চলাচল শুরু করতেও নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী শ্রীবৈষ্ণব। রেলমন্ত্রী প্রতিমা দেবীর সঙ্গে আলোচনা চলাকালে তৎক্ষণাৎ এ সংক্রান্ত নির্দেশ দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা বলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এই উদ্যোগে তাকে সাধুবাদ জানান প্রতিমা ভৌমিক। রাজ্যের কন্যা ও সাংসদ কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং মহিলা ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আশা প্রকাশ করেন এর ফলে রাজ্যে পর্যটকের সংখ্যা বাড়বে। বহিঃরাজ্যের মানুষের পক্ষে ত্রিপুরায় নিয়মিত যাতায়াত করা সম্ভব হবে। তাছাড়া পড়ুয়া সহ নানা ধরনের পরীক্ষার জন্য রাজ্যবাসীর পক্ষে গুয়াহাটি আসা- যাওয়া সহজ হবে। সহজ হবে রাজ্যের ধর্মপ্রাণ মানুষের পুরী, বৃন্দাবনের মতো তীর্থক্ষেত্র পরিদর্শন করা। এমনিতে আগরতলা – পুরী – আগরতলা, আগরতলা – মুম্বাই আগরতলা, আগরতলা – জয়পুর – আগরতলা সহ আগরতলা চেন্নাই অথবা ভায়া চেন্নাই – ত্রিবান্দ্রম – আগরতলার মধ্যে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন চালুর দীর্ঘ পুরানো দাবি রয়েছে। দাবি রয়েছে আগরতলা- ধর্মনগর- আগরতলার মধ্যে দৈনিক আরও কয়েক জোড়া যাত্রীট্রেন চালুর।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

19 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

20 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

20 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

20 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

20 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

20 hours ago