রেল থেকে উদ্ধার কফসিরাপ!
গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কোচ থেকে অভিযান চালিয়ে সোমবার বিপুল পরিমাণে ফেনসিডিল জাতীয় নেশার কফ সিরাপ আটক করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি। ওসি সঞ্জিত সেন জানিয়েছেন, দশ কার্টুনে মোট ১৫৯৫ টি এসকাফের বোতল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবককে।