অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেল ও বিমান পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নে একাধিক বিষয় উল্লেখ করে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মন্ত্রকের দুই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রথমেই কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান, আগরতলা-কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাব্রুম পর্যন্ত সম্প্রসারণ করার জন্য।তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এবং আপনার এই সিদ্ধান্ত শুধু রাজ্যের রেল পরিষেবার উন্নয়নই নয়,রাজ্যবাসীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও বলিষ্ঠ ভূমিকা নেবে।এই সিদ্ধান্তে ত্রিপুরাবাসীর বিশেষ করে রাজ্যের প্রান্তিক মহকুমা
সাব্রুমবাসীর দীর্ঘ কয়েক দশকের স্বপ্ন পূরণ হয়েছে।
চিঠিতে পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী যত দ্রুত সম্ভব আগরতলা-কলকাতা ভায়া ঢাকা এবং আগরতলা চট্টগ্রাম যাত্রীও মালবাহী রেল পরিষেবা চালু করার দাবি জানান।তিনি বলেন, ইতিমধ্যে আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক উদ্বোধন হয়ে গেছে।সেই সাথে বদরপুর থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইনে বৈদ্যুতিকরণ, সিঙ্গল লাইন থেকে ডবল লাইন, আগরতলা থেকে ধর্মনগর অতিরিক্ত যাত্রী ট্রেন, ডেমু ট্রেনের কামরা আরও বৃদ্ধি করা,আগরতলা-গুয়াহাটি-ইন্টারসিটি ট্রেন সার্ভিস, আগরতলা-জম্মু, আগরতলা- পুরি এক্সপ্রেস ট্রেন এবং আগরতলা- গয়া ট্রেন সার্ভিস চালু করার দাবি জানান। এছাড়াও পেচারথল- কৈলাসহর-ধর্মনগর এবং ধর্মনগর থেকে বিলোনীয়া ভায়া কৈলাসহর- কমলপুর-খোয়াই-আগরতলা বিকল্প রেল লাইন সংযোগের দাবি জানান।বিলোনীয়া থেকে ফেনী (বাংলাদেশ) নতুন রেল সংযোগেরও দাবি জানিয়েছেন। এই দাবিগুলি রাজ্যবাসীর দীর্ঘদিনের বলে চিঠিতে উল্লেখ করেছেন। পরিবহণমন্ত্রী শ্রী চৌধুরী এদিন একই সাথে নতুন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে রামমোহন নাইডুকে চিঠি দিয়ে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু দাবি পূরণের অনুরোধ জানিয়েছেন।তিনি বলেন, মহারাজা বীর বিক্রম বিমান বন্দরকে ইতিমধ্যে আন্তর্জাতিক বিমান বন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ভারত সরকারের অর্থমন্ত্রক মহারাজা বীর বিক্রম বিমান বন্দরকে কাস্টম চেক পোস্ট হিসাবেও ঘোষণা করেছে। ফলে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত এমবিবি বিমান বন্দর থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার দাবি জানান।একই সাথে কৈলাসহর বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়ন করে বিমান পরিষেবা চালুর দাবি জানিয়েছেন।এছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রীর নজরে নিয়ে তিনি বলেছেন, সাম্প্রতিককালে এমবিবি বিমানবন্দর থেকে ইন্ডিগোর বেশ কিছু রুটে বিমান তুলে নেওয়া হয়েছে।যেমন, কলকাতা-আগরতলা-লেঙ্গপুই(আইজল),কলকাতা-আগরতলা-শিলং এবং কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা রুটে একাধিক বিমান।এই বিমান পরিষেবাগুলো অত্যন্ত জরুরি।এই বিমানগুলি তুলে নেওয়ায় সংশ্লিষ্ট রাজ্যগুলির পর্যটন, চিকিৎসা পরিষেবা, জরুরি পরিষেবা, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। শুধু তাই নয়, অর্থনৈতিক বিষয়টিও এর সাথে যুক্ত রয়েছে।এতেও প্রভাব পড়েছে।অবিলম্বে এই রুটগুলিতে পুনরায় বিমান পরিষেবা চালু করা এবং তুলে নেওয়া বিমানগুলি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যে কৃষিক্ষেত্রে সবথেকে উজ্জ্বল সম্ভাবনা হচ্ছে উদ্যানজাত (হর্টি) ফসল চাষে।শুধু তাই নয়,এতে কৃষকদের…
অনলাইন প্রতিনিধি :-নাগপুরের অশান্ত পরিস্থিতি সামাল দিতে গিয়ে চার জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের১৬টি সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল নেই।ফলে রাজ্য সরকারের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে…
গত রবিবার মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্স ইনটেলিজেন্স চিফ তথা আমেরিকার গোয়েন্দা প্রধান ভারত সফরে এসেছেন।মাত্র দুই…
অনলাইন প্রতিনিধি :-'সুপারফুড'।ইদানীং হেলথ টিপস মানেই সুপারফুডের অবধারিত উপস্থিতি।কী এই সুপার-খাদ্য?সহজ কথায়,অতি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা লোকসেবাআয়োগের-৩০ শে জানুয়ারী, ২০২৫-এর বিজ্ঞপ্তি মূলে সরকারী (সাধারণ)মহাবিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে সহ-অধ্যাপক পদে…