রেশনে খাদ্য তেল সরবরাহ!!

 রেশনে খাদ্য তেল সরবরাহ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী সদর এএমসি এলাকায় রেশন শপের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সরিষার তেল বিক্রির সূচনা করেন। এদিন তিনি প্রথমে আগরতলা প্রগতি রোড মেহের কালীবাড়ি সন্নিকটে ৬২ নং রেশন শপের মাধ্যমে তেল বিক্রির সূচনা করেন

। এরপর পর্যায়ক্রমে কদমতলী সিএনজি স্টেশন সংলগ্ন ২৪৫ নং রেশন শপ, ধলেশ্বর স্বামী দয়ালানন্দ স্কুলের সন্নিকটে ২৩০ নং রেশন শপ, এবং রেশম বাগানস্থিত ২২৬ নং রেশন শপে এই তেল বিক্রির প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন। মন্ত্রী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী , খাদ্য দপ্তরের সদর এস ডি সি প্রদীপ কুমার ভৌমিক এবং অন্যান্য আধিকারিকরা।

প্রসঙ্গত ভর্তুকি মূল্যে ১১৩ টাকা করে ইঞ্জিন মার্কা সরিষার তেল বছরে চারবার করে দেওয়া হবে গ্রাহকদের। যার বাজার মূল্য আছে ১৪০ টাকা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.