রেশনে মিলবে সয়াবিন, ভোজ্যতেলঃ খাদ্যমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

সহসাই রেশনশপের মাধ্যমে ভোক্তাদের হাতে সয়াবিন পৌঁছে দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ভোজ্যতেল সহ অন্যান্য জিনিসপত্র দেওয়া হবে। রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেশনশপের মাধ্যমে চিনি, ডাল, চাপাতা দেওয়ার কাজ শুরু করেছে। স্বসহায়ক দলের উৎপাদিত পণ্য সামগ্রী ও রেশনশপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার জিরানীয়া মহকুমা বেলবাড়িতে ৫০০ এমটি ক্ষমতা সম্পন্ন খাদ্য গুদামের উদ্বোধন করে একথাগুলো বলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি বলেন, এই গুদাম চালু হওয়ার মধ্যদিয়ে গণবন্টন ব্যবস্থা আরও মজবুত ও উন্নতিকরণের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। আগামী কিছুদিনের মধ্যে শান্তিবাজারে এক হাজার এমটি এবং গঙ্গানগরে ৫০০ এমটি ক্ষমতা সম্পন্ন দুটি খাদ্যগুদাম উদ্বোধন করা হবে। তিনি বলেন, বর্তমান সময়ে রাজ্য সরকারের আওতাধীন মোট ৭৫ হাজার ৪০০ মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন ১৩৬টি গোডাউন রয়েছে। ৪ জেলায় এফসিআইর আওতাধীন ৪২ হাজার মেট্রিকটন ক্ষমতা সম্পন্ন সাতটি গোডাউন রয়েছে।
তিনি বলেন, একসাথ রাজ্যের দুই তৃতীয়াংশ মানুষ প্রায় ২৫ লক্ষ মানুষ জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রয়েছে। পঁচিশ লক্ষ মানুষ দুই টাকা কেজি দরে চাল পাচ্ছে। মন্ত্রী বলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন বাস্তবায়নে রাজ্যের সাফল্যের নিরিখে সম্প্রতি কেন্দ্রীয় সরকার দ্বারা প্রকাশিত এনএফএসএ স্টেট র‍্যাঙ্কিং ইনডেক্স ২০২০ সমীক্ষায় ত্রিপুরা ১৪টি স্পেশাল ক্যাটাগরি রাজ্য ও কেন্দ্রীয় স্বশাসিত অঞ্চলের মধ্যে প্রথম এবং সার্বিকভাবে সারা দেশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে। খাদ্যমন্ত্রী বলেন, করোনা দেশের সাধারণ মানুষের জীবন জীবিকার যে বিরূপ প্রভাব ফেলেছিল তা থেকে উত্তোরণের জন্য ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচেষ্টায় খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন সুবিধাভোগীদের নিয়মিত বরাদ্দের চাইতে অতিরিক্ত পাঁচ কেজি করে বিনামূল্যে চাল সরবরাহ করা হচ্ছে।
রাজ্যের প্রায় ৫ লক্ষ ৯৬ হাজার পরিবারকে ২ লক্ষ ৯৮ হাজার মেট্রিকটন চাল ৪৩৮১ মেট্রিকটন ডাল বিনামূল্যে প্রদান করা হয়েছে। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত সরকারী উদ্যোগে ১ লক্ষ ৩০ হাজার ৭২১ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে এবং সহায়ক মূল্য বাবদ মোট ২৪৩ কোটি ৯৯ লক্ষ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের আণ্ডার সেক্রেটারি অজিন্দর সিংহ বল, রাজ্য খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি ড. সন্দীপ রাঠোর, অধিকর্তা তপন দাস, বেলবাড়ি ব্লকের চেয়ারম্যান রকেন দেববর্মা, মহকুমাশাসক শান্তি রঞ্জন চাকমা, পূর্ত দপ্তরের জিরানীয়া মহকুমা আধিকারিক সত্যনারায়ণ সরকার সহ অন্যরা। এই খাদ্য গুদাম নির্মাণে প্রায় ১ কোটি ৭০ লক্ষ নব্বই হাজার টাকা খরচ হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

17 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

20 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

1 day ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

1 day ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

1 day ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

1 day ago