রোগীদের না দিয়ে সে ঔষধ নষ্ট করা হলো!!!
দৈনিক সংবাদ অনলাইন, আমবাসা।। ঘটনা ধলাই জেলা হাসপাতালে। দূর দূরান্ত থেকে আসা রোগীদের বেলায় ওষুধ নেই। কিনে আনতে হবে। অথচ,সেই হাসপাতালের স্টোরে পড়ে থেকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কোটি টাকার ওষুধ। যেগুলিকে মাটিচাপা দেবার জন্য জমা করা হয় হাসপাতাল সংলগ্ন স্থানে। জমাকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধের সাথে পাওয়া গেছে মেয়াদ থাকা নানা ওষুধও।
কোটি টাকার ওষুধ মানুষকে না দিয়ে মেয়াদ পার করে সেগুলিকে মাটির নিচে চাপা দেওয়ার উদ্যোগ নিলেও তা নিয়ম মেনে করা হয়নি। তা স্বীকার করে নিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা: ইন্দ্রজিত দাস। যা নিয়ে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।