রোগীর অস্ত্রোপচারে রক্ত দিয়ে নজির গড়লেন চিকিৎসক!!

অনলাইন প্রতিনিধি:- রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের অসহায় এক রোগীর অস্ত্রোপচার করার জন্য পরিবারের তরফে রক্তের ব্যবস্থা করতে না পারায় শেষ পর্যন্ত আগরতলা সরকারী মেডিকেল কলেজ জিবি হাসপাতালের দুই চিকিৎসক রোগীর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারে রক্তদানে এগিয়ে এলেন। রোগী বাপন বালা ত্রিপুরার (১৮) অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলো ডা. অন্তরা রায় ও ডা. এ কিরণ রক্ত দিয়ে সহায়তা করায়। জিবি হাপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের অপ্রতুলতায় রোগীর অস্ত্রোপচার করতে চিকিৎসকরা সংকটে পড়ায় ও সেই সংকট ও সমস্যা সমাধানে চিকিৎসকের পেশায় থেকে মানবধর্ম পালনে রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার নজির গড়লেন দুই চিকিৎসক। পাশাপাশি সকলের প্রশংসাও কুড়ালেন দুই চিকিৎসক। রোগীর জন্য দুই ইউনিট তথা দুই ব্যাগ রক্ত দিলেন। চিকিৎসকগণ শুধুমাত্র রোগীদেরকে স্বাস্থ্য পরিষেবাই প্রদান করেন না, মানবিক দিক দিয়েও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রোগীদের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন। বৃহস্পতিবার জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের জন্য চিকিৎসকগণ স্বউদ্যোগী হয়ে রক্ত দিয়ে জীবনদান করলেন বিলোনীয়া শিবপুরের বাপন বালা ত্রিপুরাকে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে গত ১৭ মার্চ রোগিনী ভর্তি হয়েছিলেন। রোগিনী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা রোগিনীর কোলেডোক্যাল সিস্ট উইথ নিওপ্লাজম অব প্যানক্রিয়াস শনাক্ত করেন। রোগিনীর জীবন রক্ষার্থে জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় বাপন বালা ত্রিপুরার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম ছিল। হিমোগ্লোবিনের মাত্রা পূরণে এবং অস্ত্রোপচারের জন্য শ্রীমতী তিত্ররপুরার শরীরে অতিরিক্ত রক্তের প্রয়োজন। তখন রক্তদান করার জন্য তার কোনও আত্মীয়-স্বজন বা বাড়ির লোক কেউ হাসপাতালে উপস্থিত ছিলেন না। রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ। এমতাবস্থায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের এ পজিটিভ রক্তের গ্রুপের দুইজন চিকিৎসক ডা. অন্তরা রায় ভৌমিক ও ডা.এ কিরণ রোগিনীর জীবন রক্ষার্থে জরুরিভিত্তিতে রক্তদানে এগিয়ে আসেন। এবং স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, ইতিপূর্বেও চিকিৎসক এ রাজ্যে অস্ত্রোপচারের প্রয়োজনে মুহূর্ষু রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছেন। এইবারও তারা রক্তদান করে নজির স্থাপন করলেন। এই দুই ইউনিট রক্তের জোগানের ফলে রোগিনীর অস্ত্রোপচার চলাকালীন রক্তের কোনও সংকট দেখা দেয়নি। বিভিন্ন মহল চিকিৎসকদের এই মানবিক দৃষ্টিভঙ্গি ও রক্তদান উচ্চ প্রশংসা অর্জন করেছে।