অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে আবারও চিকিৎসার অবহেলা ও গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। শোকাহত ক্ষুব্ধ রোগীর আত্মীয়পরিজন চিকিৎসার অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে তুমুল উত্তেজিত হয়ে পড়েন। উত্তেজনা এতটায় মোড় নেয় যে চিকিৎসকের উপরও চড়াও হয়। নিগৃহীত করা হয়। পুলিশ মৃতের নিকটাত্মীয় দুজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ সিধাই মোহনপুর থেকে সুভাষ দাস (৫৮) নামের স্ট্রোকে আক্রান্ত এক রোগীকে চিকিৎসার জন্য জিবিতে আনা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট টুতে ভর্তি করা হয়। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রোগী সুভাষ দাসের মৃত্যু হয়। তারপরই শোকাহত রোগীর পরিবার ও আত্মীয়রা চিকিৎসার অবহেলা ও গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন।তাদের অভিযোগ, স্ট্রোকে আক্রান্ত গুরুতর অসুস্থ সুভাষ দাসের উপযুক্ত ও সঠিক চিকিৎসা করা হয়নি।রাতে হাসপাতালে কোন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মেডিসিন ওয়ার্ডে কর্মরত জুনিয়র ছাত্র চিকিৎসকরা রোগী দেখেন।হাসপাতালে আনার পর রাতে রোগীর সুচিকিৎসায় গুরুত্ব দিয়ে রোগীকে দেখার জন্য কোন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক আসেনি। ফলে ক্রমেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এমনকী রাত গিয়ে সকালেও কোন সিনিয়র চিকিৎসক রোগীর চিকিৎসায় আসেননি বলে শোকাহত রোগীর আত্মীয়রা মৃত্যুর পর ক্ষোভে উত্তেজিত হয়ে এসব অভিযোগ করেন। তাতে শোকাহত উত্তেজিতরা ওয়ার্ডে কর্মরত পিজি ছাত্র তথা জুনিয়র চিকিৎসক শুভরাজ চৌধুরীর উপর হামলে পড়েন। শারীরিক নিগৃহীত করা হয় বলে অভিযোগ। পরে ডা. চৌধুরী জিবি পুলিশ ফাঁড়িতে তার উপর হামলা করায় এফআইআর করেন।পুলিশ মৃতের ভাই সুশীল দাস (৫৪) ও অপর আত্মীয় বিশ্বজিৎ দাসকে (৩৮) চিকিৎসককে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করেছে।এনসিসি থানা এই
ঘটনার তদন্ত শুরু করেছে।চিকিৎসায় কোন অবহেলা ও গাফিলতি ছিল কি না সেই বিষয়েও এনসিসি থানার পুলিশ তদন্ত করবে বলে বুধবার রাতে থানা
সূত্রে জানানো হয়েছে।
এদিকে রাতে হাসপাতাল মেডিকেল সুপার ডা. শংকর চক্রবর্তী জানান, চিকিৎসার কোনও গাফিলতি ও অবহেলা ছিল কি না তা তদন্ত করে দেখা হবে। বৃহস্পতিবার তদন্তের জন্য মেডিকেল কলেজের অধ্যাপক দিয়ে একটি তদন্ত টিম গঠন করে তদন্ত করানো হবে। হাসপাতাল সুপার জানান, মৃত রোগীর পরিবারের তরফে চিকিৎসার গাফিলতি ও অবহেলা নিয়ে হাসপাতাল সুপারের কাছে এখনও কোনও অভিযোগ করা হয়নি। এদিকে রাজ্যের প্রধান এই হাসপাতালে বারবার চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে শোকাহত উত্তেজিত আত্মীয়ের হাতে কখনও চিকিৎসক নিগৃহ, কখনও বিক্ষোভ বা কখনও হাসপাতাল ভাঙচুর করা হচ্ছে
অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…
শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…
অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…
অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…