এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-কথায় আছে স্বাস্থ্যই সম্পদ।সেই স্বাস্থ্য নিয়ে এখন চলছে ব্যবসা।স্বাস্থ্য এখন পণ্য।যার টাকা পয়সা রয়েছে তার জন্য স্বাস্থ্য অর্থাৎ চিকিৎসা রয়েছে।না হলে সরকারী হাসপাতাল তো রয়েছেই। বেসরকারী হাসপাতালের রমরমা এখন দেশজুড়ে।শুধু তাই নয়, চিকিৎসা ক্রমেই সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ডাক্তারদের একদিকে রমরমা।প্রয়োজনীয় প্যাথলজিক্যাল ক্লিনিকের রমরমা।চিকিৎসা সরঞ্জামের আকাশছোঁয়া দাম, ওষুধের দাম, সর্বোপরি নার্সিং হোমগুলির রমরমা,সবশেষে বেসরকারী নামী হাসপাতালগুলির রোগীকে পণ্যের পর্যায়ে নামিয়ে আনা- সব মিলিয়ে স্বাস্থ্য এখন সত্যিকার অর্থে সম্পদই হয়ে দাঁড়িয়েছে।অর্থাৎ সম্পদ না থাকলে স্বাস্থ্য অর্থাৎ চিকিৎসা পাওয়াটা খুবই দুষ্কর। অতিসম্প্রতি কলকাতার বুকে একটি নামী হাসপাতালের একটি ঘটনার দিকে তাকালে আমাদের কাছে গোটা বিষয়টি পরিষ্কার হবে।দক্ষিণ কলকাতার একটি নামী বেসরকারী হাসপাতালে এক রোগীকে ভর্তি করানো হয়েছিল পেটে ব্যথা,বমি ইত্যাদি উপসর্গের জন্য। খবরে সম্প্রতি প্রকাশ পেয়েছে ওই রোগীকে বাড়ি পাঠানোর সময় বেসরকারী ওই হসপিটাল বিল করেছে ৫ লক্ষ টাকার উপর।শুধু তাই নয়, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, ওই রোগীর কাছে হসপিটালের বিল মেটানোর জন্য টাকা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নাকি বেসরকারী এক ফিনান্স কোম্পানি থেকে রোগীর পার্টিকে লোন পাইয়ে দেবার ব্যবস্থা করে।এরপর বিল মিটিয়ে দেওয়া হয় এবং রোগী ছাড়া পান।এই ঘটনা কি প্রমাণ করে না যে রোগী এখন আর বেসরকারী সরকারী হাসপাতালের কাছে রোগী নয়, পুরোপুরি পণ্য। একাংশ চিকিৎসক পুরোপুরি কসাইয়ের ভূমিকায় আর বেসরকারী বেশিরভাগ হসপিটাল রোগীকে পণ্য হিসাবে বিবেচনা করছে। অর্থাৎ চিকিৎসা পরিষেবা দেওয়া হোক কিংবা না হোক- পয়সা চাই।নানা সময়ে বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে নানা গাফিলতির অভিযোগ ওঠে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত গাফিলতির কোনও কিছুই হয় না।কেননা,চিকিৎসকদের বিরুদ্ধে নানা অভিযোগ সম্পর্কে চিকিৎসকরাই তদন্ত করেন।যার ফলে এর তদন্ত কিছুই হয় না। ৯৯% ক্ষেত্রে কোনও ব্যবস্থা গৃহীত হয় না। ফলস্বরূপ সাধারণ মানুষকে, রোগীকেই দিনের পর দিন নানা হয়রানি সহ্য করতে হয়।কলকাতার ঘটনা সম্পর্কে এখানে উল্লেখ করার কারণ হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী বড় রাজ্য হিসাবে ত্রিপুরা থেকে প্রতিদিন প্রচুর রোগী কলকাতায় যান চিকিৎসা করাতে এবং এদের বেশিরভাগেরই গন্তব্য কলকাতার নামীদামি বেসরকারী হাসপাতালগুলিই। এই হাসপাতালগুলিতে গিয়ে সর্বস্বান্ত হবার ঘটনা আকছারই আমরা খবরের মাধ্যমে জানতে পারি।অতিসম্প্রতি দক্ষিণ কলকাতার যে হাসপাতালটিতে এই ঘটনা ঘটেছে তা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।পেটে ব্যথার চিকিৎসায় ৫ লক্ষ টাকা বিল- ভাবা যায়!খবরে প্রকাশ, রোগীকে কোনও অপারেশন করতে হয়নি,ওটিতে নিয়ে যাবার প্রয়োজন হয়নি।তাও বিল ৫ লক্ষ টাকা!এই বিলে যুক্ত হয়েছে চিকিৎসকের ফি, চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধপত্র এবং এতেও নানা অমিল রয়েছে।বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে অভিযোগ করা হয়েছে। এমনকী পুলিশেও অভিযোগ করা হয়েছে।উপরোক্ত এই একটিমাত্র ঘটনা থেকেই স্পষ্ট, বেসরকারী হসপিটালগুলি কীরকম জুলুমবাজি চালায় সাধারণ মানুষের উপর। চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বেশিরভাগ মানুষই খুবই স্পর্শকাতর। বিপদের সময় মানুষ জমি, সম্পত্তি বিক্রি করেও প্রিয়জনের জীবন বাঁচাতে উদ্যত হন এবং এর সুযোগ নেয় বেসরকারী চিকিৎসক সহ বেসরকারী কর্পোরেট হাসপাতালগুলি। রাজ্যে রাজ্যেই সরকারী চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা দিনদিনই কমছে। মানুষ ঝুঁকছে বেসরকারী স্বাস্থ্য পরিষেবার দিকে। আর এরই সুযোগ নিচ্ছে বেসরকারী কর্পোরেট হাসপাতালগুলি। এগুলি এ রকমই ঝাঁ চকচকে, যেন মনে হবে পাঁচ তারকাবিশিষ্ট হোটেল। একবার রোগীকে ঢুকিয়ে দিতে পারলেই হলো। প্রতিদিনই বিলের অঙ্ক শুধু চক্রবৃদ্ধি সুদের হারের মতো বাড়তে থাকে।বহু সময় এও শোনা যায় যে, টাকার জন্য মরদেহ পর্যন্ত আটকে রাখা হয়।কতটা অমানবিক হলে সভ্য সমাজে এ অবস্থা চলতে পারে।হচ্ছেও তাই। বেসরকারী ক্ষেত্রে এই রমরমার জন্য সরকারী ব্যবস্থাও অনেকাংশে দায়ী। সরকারী ব্যবস্থার দুর্বলতার সুযোগে দেশে বেসরকারী স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো বেড়েছে এবং এতে অনেক
সময়ই রোগীদের গলা কাটা হচ্ছে।এক্ষেত্রে কিছুটা মন্দের ভালো অবস্থানে রয়েছে দক্ষিণের রাজ্যগুলি বেসরকারী হাসপাতালগুলির এই জুলুমবাজির উপর রাশ টানা জরুরি।কেন্দ্র এবং রাজ্যকে একযোগে এ নিয়ে উদ্যোগী হতে হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নরেন্দ্রমোদীর অফিসে রাহুল গান্ধি, সঙ্গে মজুত ছিলেন দেশের প্রধান বিচারপতিও!!

অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…

13 hours ago

ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…

19 hours ago

শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…

21 hours ago

মহাকালেশ্বর মন্দিরে বীভৎস আগুন!!

অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…

21 hours ago

হত্যা মামলায় ‘গ্রেপ্তার’ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় প্রভু!

অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…

22 hours ago

নিখোঁজ হয়ে ছিলেন কুড়ি বছরে বাড়ি ফিরে এলেন ৬৩ বছর পর!!

অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…

22 hours ago