ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
রোমান হরফে ককবরক চাই!!

অনলাইন প্রতিনিধি :-বোর্ডের পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি নিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এক ডেপুটেশনে মিলিত হয় টি এস ইউ কেন্দ্রীয় কমিটি।তাদের দাবি, ককবরক পরীক্ষায় পরীক্ষার্থীদের একচেটিয়াভাবে একটি লিপিতে, বিশেষ করে বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হওয়া উচিত নয়। বিগত বছরের মতোই, ককবরক পরীক্ষার্থীদের রোমান লিপি এবং বাংলা, উভয় লিপিতে লেখার ব্যবস্থা এবছরও অব্যাহত রাখতে হবে।কলেজগুলিতে ককবরক প্রশ্নপত্র ২টি স্ক্রিপ্টে মুদ্রিত হয়।যাতে পরীক্ষার্থীদের পরীক্ষার সময় কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক প্রশ্নপত্র রোমান ও বাংলা উভয় হরফে ছাপানোর দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়।