দৈনিক সংবাদ অনলাইন || রোহিঙ্গা অনুপ্রবেশে উদ্বিগ্ন ভারত। ভারত- বাংলা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বিচ্ছিন্ন, বিক্ষিপ্তভাবে রোহিঙ্গারা এদেশে প্রবেশ করছে নিয়মিত। রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয় নিয়ে সংবেদনশীল অবস্থায় রয়েছে ভারত – বাংলা আন্তর্জাতিক সীমান্ত। আজ বেলা ১১টায় মৈত্রী সেতুর বাংলাদেশের অংশে বিএসএফ- বিজিবি কমাণ্ডেন্ট পর্যায়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের একাধিক সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশজনিত সমস্যা। রোহিঙ্গারা চোরাপথে এজেন্টের মাধ্যমে ভারতে প্রবেশ করছে। ত্রিপুরা হয়ে এরা দেশের অন্যত্র ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে এটা একটা বাড়তি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রাজ্য
সরকার উদ্বিগ্ন। নানা কারণে রোহিঙ্গারা শরণার্থী ক্যাম্প ছেড়ে চলে আসতে চাইছে। রোহিঙ্গা অনুপ্রবেশের সঙ্গে যুক্ত রয়েছে দুই দেশের অসংখ্য এজেন্ট। রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে বিএসএফ-বিজিবি সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি ব্যবস্থা গ্রহণ করতে বৈঠকে সহমত হয়। রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দু’দেশের কাঁটাতারের বেড়ার বাকি কাজ শেষ করতে ভারতের পক্ষে থেকে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়। বেআইনি মাদক পাচারের বিষয়টি নিয়ে আলোচনা হয়। মাদক পাচার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে কেন্দ্র করে মাদক পাচারের একাধিক চক্র সক্রিয় বহুদিন ধরে। মাদক পাচারের একটি সোনালী রুট বহুদিন ধরে সক্রিয়। হেরোইন, ব্রাউন সুগারের মতো বেআইনি মাদক মায়ানমার, থাইল্যাণ্ড সহ বিভিন্ন দেশ থেকে পার্বত্য চট্টগ্রামের নির্দিষ্ট ঠিকানায় চলে আসে। তারপর তা সীমান্ত পার করে দেওয়া হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই পথ ধরে মাদক একটা দীর্ঘদিনের সমস্যা। ভারত- বাংলা আন্তর্জাতিক সীমানায় দু’দেশের জোরদার নিরাপত্তা বলয় এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে এই ব্যাপারে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয় বৈঠকে। দু’দেশের আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে সংবাদ। আজকের বৈঠকে বিএসএফের পক্ষে ১৬ নম্বর ব্যাটেলিয়ন কমাণ্ডেণ্ট অভিমন্যু ঝা, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অরুণ পান্থ, বিএসএফ ১০৯ নম্বর ব্যাটেলিয়ন কমাণ্ডেন্ট অশোক কুমার ইয়াদাব, বিজিবির পক্ষে রামগর জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু বকর সিদ্দিক, ৪০ বিজিবি পলাশপুর জোন কমাণ্ডার সোহেল আহমদ প্রমুখ।
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 'এক দেশ, এক নির্বাচন' নীতির অনুমোদন দিয়েছে বলে খবর। চলমান…
অনলাইন প্রতিনিধি :-গত সোমবার ৫ বছরের ছোট্ট আরিয়ান মায়ের সঙ্গে বাড়ি থেকে মাত্র ১০০ মিটার…
অমৃতের স্বাদ আশা করে অমৃত না হোক,অন্তত কেউ যাতে বিষ পান না করেন তা নিশ্চিত…
অনলাইন প্রতিনিধি :-অর্থনৈতিক মন্দায় গোটা পৃথিবী যখন কাবু,বেশ কয়েকটি দেশে যুদ্ধের পরিস্থিতি রয়েছে, সারা পৃথিবীতে…
অনলাইন প্রতিনিধি :-শীতেরঅগ্রহায়ণ মাস শেষের দিকে চলে এসেছে।বুধবার অগ্রহায়ণের ২৫ এবং ডিসেম্বরের ১১ তারিখ অতিক্রান্ত…
অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনপুরমহকুমার অন্তর্গত জম্পুই হিল ব্লকের ভাংমুন ফুটবল মাঠে বুধবার অনুষ্ঠিত হলো তৃতীয় ত্রিপুরা…