অনলাইন প্রতিনিধি :-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুড়ি বছর বাদেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হলো টিম ইণ্ডিয়ার।রবিবাসরীয় ফাইনালে আজ অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, লাবুশেনরা ভারতকে হারিয়ে গ্রুপ লীগ পরাজয়ের মধুর প্রতিশোধও নিয়ে নিলেন। সঙ্গে ষষ্ঠবারের মতো বিশ্বকাপও।টিম ইণ্ডিয়ার ফাইনালে পরাজয়টা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। হতাশ গোটা দেশ।
হতাশ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও।সবার স্বপ্নই আজ ভেঙে গেলো।রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত লক্ষাধিক দর্শক অনেক আশা নিয়েই এসেছিলেন।এমনভাবে ফেভারিট দল ফাইনালে হেরে যাবে তা কল্পনারও বাইরে ছিল সবার।অথচ গ্রুপ লীগেও এই অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে দিয়েছিল ভারত।টস হারাটা যদি কারণ হয় তাহলে অধিনায়ক রোহিত শর্মার আত্মঘাতী শটটাও কম দায়ী ছিল না।ম্যাচ হারার পর অনেকের মধ্যে রোহিত শর্মার ওই আত্মঘাতী শটটাও বারবার উঠে আসে। যে দলটা এতো সুন্দরভাবে ফাইনাল পর্যন্ত উঠে দেশকে তৃতীয়বার বিশ্বকাপ (একদিনের) জয়ের স্বপ্ন দেখাচ্ছিল এমনভাবে ফাইনালে সহজ আত্মসমর্পণ করবে টিম ইণ্ডিয়া তা কে ভেবেছিল?
আবারও চার বছরের অপেক্ষা।আবারও নিজেদের তৈরি করা।অথচ এদিন ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরারা কিন্তু অসি শিবিরে দারুণ আঘাতটা এনেছিলেন। ২৪১ রানের পুঁজি নিয়ে ভারতীয় বোলিংয়ের এমন শুরুয়াতই সবার প্রত্যাশা ছিল।সবাই যখন ভাবছেন যাক অস্ট্রেলিয়াকে ফেলে দেওয়া গেলো।কিন্তু ট্রেভিস হেড ও লাবুশেন জুটি এ দিন অন্যরকমই ভেবেছিলেন।এই জুটি ভারতীয় পেস ও স্পিন অ্যাটাক সামলে দলকে একটু একটু করে কাক্ষিত জয়ের দিকেই নিয়ে যায়।ক্রিজে এই জুটির অবস্থান দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার পরই ক্রিকেটপ্রেমীরা বুঝে ফেলেন, আজকের দিন ভারতের জন্য নয়।দেখতে দেখতে গোটা দেশকে শোকাবহে ঠেলে দিয়ে অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ জিতে নেয়।এই পরাজয়ে হয়তো কেউ প্রস্তুত ছিল না। অথচ ভারত ম্যাচ জিতে বিশ্বকাপ ঘরে তুলবে এর জন বাজি-পটকা সবাই আগেই নিয়ে নিয়েছিলেন।অনেকে দীপাবলির কেনা বাজি থেকে অনেক বাজি আলাদা করেও রেখেছিলেন।ভারত বিশ্বকাপ জিতলে ফের দীপাবলির আলোর রোশনায় ভরে দেওয়া হবে।কিন্তু সবই বিফলে।মনের দুঃখ যদিও কেউ কেউ ভারতের পরাজয়ের মধ্যেই বাজি পোড়াতে থাকে।তবে অস্ট্রেলিয়া প্রমাণ করলো কেন তারা চ্যাম্পিয়ন।দুর্ভাগ্য রোহিত শর্মার।ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে এক মঞ্চে বসা হলো না তার।ভারত ট্রফি জিততে না পারলেও সান্ত্বনা একটাই – বিরাট কোহলির ম্যান অব দ্য টুর্নামেন্ট ট্রফি জেতার গৌরব।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…