Categories: খেলাদেশ

রোহিতদের শাসন করেই ট্রফি অস্ট্রেলিয়ার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুড়ি বছর বাদেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হলো টিম ইণ্ডিয়ার।রবিবাসরীয় ফাইনালে আজ অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, লাবুশেনরা ভারতকে হারিয়ে গ্রুপ লীগ পরাজয়ের মধুর প্রতিশোধও নিয়ে নিলেন। সঙ্গে ষষ্ঠবারের মতো বিশ্বকাপও।টিম ইণ্ডিয়ার ফাইনালে পরাজয়টা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। হতাশ গোটা দেশ।

হতাশ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও।সবার স্বপ্নই আজ ভেঙে গেলো।রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত লক্ষাধিক দর্শক অনেক আশা নিয়েই এসেছিলেন।এমনভাবে ফেভারিট দল ফাইনালে হেরে যাবে তা কল্পনারও বাইরে ছিল সবার।অথচ গ্রুপ লীগেও এই অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে দিয়েছিল ভারত।টস হারাটা যদি কারণ হয় তাহলে অধিনায়ক রোহিত শর্মার আত্মঘাতী শটটাও কম দায়ী ছিল না।ম্যাচ হারার পর অনেকের মধ্যে রোহিত শর্মার ওই আত্মঘাতী শটটাও বারবার উঠে আসে। যে দলটা এতো সুন্দরভাবে ফাইনাল পর্যন্ত উঠে দেশকে তৃতীয়বার বিশ্বকাপ (একদিনের) জয়ের স্বপ্ন দেখাচ্ছিল এমনভাবে ফাইনালে সহজ আত্মসমর্পণ করবে টিম ইণ্ডিয়া তা কে ভেবেছিল?

আবারও চার বছরের অপেক্ষা।আবারও নিজেদের তৈরি করা।অথচ এদিন ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরারা কিন্তু অসি শিবিরে দারুণ আঘাতটা এনেছিলেন। ২৪১ রানের পুঁজি নিয়ে ভারতীয় বোলিংয়ের এমন শুরুয়াতই সবার প্রত্যাশা ছিল।সবাই যখন ভাবছেন যাক অস্ট্রেলিয়াকে ফেলে দেওয়া গেলো।কিন্তু ট্রেভিস হেড ও লাবুশেন জুটি এ দিন অন্যরকমই ভেবেছিলেন।এই জুটি ভারতীয় পেস ও স্পিন অ্যাটাক সামলে দলকে একটু একটু করে কাক্ষিত জয়ের দিকেই নিয়ে যায়।ক্রিজে এই জুটির অবস্থান দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার পরই ক্রিকেটপ্রেমীরা বুঝে ফেলেন, আজকের দিন ভারতের জন্য নয়।দেখতে দেখতে গোটা দেশকে শোকাবহে ঠেলে দিয়ে অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ জিতে নেয়।এই পরাজয়ে হয়তো কেউ প্রস্তুত ছিল না। অথচ ভারত ম্যাচ জিতে বিশ্বকাপ ঘরে তুলবে এর জন বাজি-পটকা সবাই আগেই নিয়ে নিয়েছিলেন।অনেকে দীপাবলির কেনা বাজি থেকে অনেক বাজি আলাদা করেও রেখেছিলেন।ভারত বিশ্বকাপ জিতলে ফের দীপাবলির আলোর রোশনায় ভরে দেওয়া হবে।কিন্তু সবই বিফলে।মনের দুঃখ যদিও কেউ কেউ ভারতের পরাজয়ের মধ্যেই বাজি পোড়াতে থাকে।তবে অস্ট্রেলিয়া প্রমাণ করলো কেন তারা চ্যাম্পিয়ন।দুর্ভাগ্য রোহিত শর্মার।ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে এক মঞ্চে বসা হলো না তার।ভারত ট্রফি জিততে না পারলেও সান্ত্বনা একটাই – বিরাট কোহলির ম্যান অব দ্য টুর্নামেন্ট ট্রফি জেতার গৌরব।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

2 mins ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

13 mins ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

49 mins ago

রাজ্যের সম্পদ ব্যবহারে রিলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রিলায়েন্স গ্রুপ রাজ্যের প্রাকৃতিক সম্পদগুলি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার বিধানসভায়…

55 mins ago

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

1 day ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

1 day ago