লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

টাউন বড়দোয়ালীতে শুধুমাত্র জয় নয় , জয়ের ব্যবধান নিয়েই ভাবছে পদ্ম শিবির । হাই প্রোফাইল এই বিধানসভা কেন্দ্রে কেমন ব্যবধানে জয় ছিনিয়ে আনতে মঙ্গলবার তার লক্ষ্যমাত্রাও স্থির করে দিলেন ওই আসনের প্রার্থী মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । তিনি এদিন রবীন্দ্রভবনে টাউন বড়দোয়ালীভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন , রাজধানীর ৮ নম্বর আসনের দিকে গোটা দেশ তাকিয়ে আছে । তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ দলের হাইকমাণ্ড । মুখ্যমন্ত্রী ডা . সাহা বলেন , গোটা বিষয়টি প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে । মোদি , নাড্ডা মুখ্যমন্ত্রীর পদের গুরুভার তার উপর দিয়েছেন । তাদের আশা ভরসার মান রাখতে হবে দলীয় কর্মীদের ।

বিজেপি রাজ্য প্রভারী সাংসদ বিনোদ সোনকর , বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অজয় জাম্বোয়ালদের পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী ডা . সাহা বলেন , উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উপনির্বাচনে ৯২ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন । বিজেপি হাইকমাণ্ড টাউন বড়দোয়ালী কেন্দ্রের ক্ষেত্রে আরও ভালো কিছু চেয়েছে । মুখ্যমন্ত্রী ডা . সাহা যার প্রেক্ষিতে দলীয় কর্মীদের ৯৫ % ভোটের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন , এই লক্ষ্য পূরণের তিনি প্রতিনিয়ত ডোর টু ডোর কর্মসূচি চালিয়ে যাচ্ছেন । মাস তিনেকের সময় পেলে তিনি সব কয়টি বুথেই বাড়ি বাড়ি প্রচার সম্পন্ন করতেন । এই মুহূর্তে সব বুথে যাওয়া সম্ভবপর হচ্ছে না । তিনি বলেন , পৃষ্ঠ প্রমুখগণ দায়িত্ব নিয়ে তাদের দলের লক্ষ্যমাত্রা পূরণ , করে নিতে পারবেন । পৃষ্ঠা প্রমুখরা সক্ষম বলেও তিনি উল্লেখ করেন । মুখ্যমন্ত্রী বলেন , এক সময় তিনি বিজেপি সদর শহরাঞ্চল জেলার পৃষ্ঠা প্রমুখ ইনচার্জের দায়িত্বে ছিলেন।

সে হিসেবে তাদের গোটা বিষয় তার নখদর্পণে রয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , পৃষ্ঠা প্রমুখগণ দলের সাংগঠনিক কাঠামোর জন্য খুবই গুরুত্বপূর্ণ । আগামীদিনে তাদের কীভাবে সম্মান দিতে হয় তা দেখা হবে । মুখ্যমন্ত্রী a বলেন , শুধু মুখের কথাই নয় । সত্যিকার অর্থেই তাদের জন্য কিছু করা হবে । এরাই হলেন দলের সৈনিক । মুখ্যমন্ত্রী ডা . সাহা এদিনও টাউন বড়দোয়ালীর বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন । এ প্রসঙ্গে তিনি বলেন , নিজের জন্য এই অভিযানে নামতে হবে তা কল্পনাতে আসেনি । এই কর্মসূচিতে গিয়ে প্রতিনিয়তই অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে । বিষয়টা উপভোগ করছেন বলেও তিনি উল্লেখ করেন । সেই সাথে বলেন , রাজ্যের ইতিহাসে মুখ্যমন্ত্রী হয়ে ভোটে লড়াইয়ের ঘটনা বিরল । গোটা বিষয়টিই ব্যতিক্রমী । এর একটা সুবিধা মিলছে বলেও তিনি উল্লেখ করেন ।

এদিনের পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে মন্ত্রী রামপ্রসাদ পাল , রতনলাল নাথ , এএমসির মেয়র দীপক মজুমদার সহ প্রদেশ বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিলেন । মুখ্যমন্ত্রী এদিন কালীটিলাতেও নির্বাচনি সভায় যোগ দেন । এদিকে , এদিন ৬ আগরতলা মণ্ডলের পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয়েছে হিন্দি স্কুলে । তাতে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা . অশোক সিন্হার সমর্থনে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , মন্ত্রী সুশান্ত চৌধুরী , মণ্ডল সভাপতি হীরালাল দেবনাথ সহ জেলা ও মণ্ডলের পদাধিকারীগণ । ডা . সিন্হা এদিন তার মণ্ডলের বিভিন্ন স্থানে বেশ কিছু নির্বাচনি সভাতেও অংশ নেন । এসব সভায় প্রদেশ বিজেপি সহসভাপতি ডা . সিন্হাকে রেকর্ড ভোটে জেতানোর আহ্বান রাখা হয় ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

22 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

23 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

23 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

24 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

24 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

24 hours ago