Categories: খেলা

লন বোলে সোনা জিতে ইতিহাস গড়ল ভারত

এই খবর শেয়ার করুন (Share this news)

সোমবার ভারতীয় দলের অ্যাথেলটরা লন বোলে আশা দেখিয়েছিলেন । আর সেটাই কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে বাস্তবে পরিণত হল। কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা লন বোল দল । লন বোলে সোনা জিতল ভারত । ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে হারাল তারা । এই বিভাগে এর আগে পর্যন্ত ভারতীয় দল কোনও শিরোপা জিততে পারেনি । কিন্তু এবারের কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করল ভারতীয় দল । এর আগে অবধি চতুর্থ স্থানই ভারতীয় দলের সেরা পারফরম্যান্স ছিল । কিন্তু মঙ্গলবার নতুন রেকর্ড গড়ল ভারতীয় অ্যাথলেটরা । মঙ্গলবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পেল ভারতীয় দল । এদিন বার্মিংহ্যামে ভারতীয় দলের হয়ে লাভলি চৌবে , রুপা রানি তিরকে , পিঙ্কি এবং নয়নমণি সাইকিয়ারা বোলে বাজিমাত করল । উল্টোদিকে এতদিন দক্ষিণ আফ্রিকা লন বোলে দারুণ পারফরম্যান্স করে আসলেও এদিন কিন্তু ভারতের সামনে দাঁড়াতেই পারল না । ভারতীয় দল গেমসের প্রথম ম্যাচে পরাজিত হয় । তারপর অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি লাভলি , পিঙ্কিদের । ম্যাচে প্রত্যাবর্তন করে পরপর পাঁচটি ম্যাচ জিতে কমনওয়েলথ গেমসে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা দল । এদিনের ম্যাচে প্রথমে ২-০ তে পিছিয়ে ছিল ভারত । এরপর ভারত সমতায় ফেরে । সেখান থেকে লাফিয়ে ৮-২এ এগিয়ে যায় ভারত । এরপর আবার ম্যাচে ফিত্রে আসে দক্ষিণ আফ্রিকা । ভারতকে পিছনে ফেলে ১০-৮ এ এগিয়ে যায় । এরপরে আবার ভারত ফিরে আসে । এগিয়ে ১৫-১০এ । তবে এখান থেকে আর দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরতে দেয়নি দল । ভারত শেষে ম্যাচ জিতে নেয় ১৭-১০এ । ভারতীয় দল বিগত কয়েক বছর ধরে কমনওয়েলথ গেমসে এই খেলায় সেরা পারফরম্যান্স দিতে পারেনি । ভারত ২০২২ – এর আগে ২০১০ , ২০১৪ এবং ২০১৮ সংস্করণে অংশ নিয়েছে । সেখানে মাত্র দুবার সেমিফাইনালে উঠতে পেরেছে এবং অন্যান্য টুর্নামেন্টে চতুর্থ হয়েছে । অন্যদিকে এদিন ভারোত্তোলনে ব্যর্থ হয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন পুনম যাদব । এবারও রুপোর দৌড়ে ছিলেন তিনি । কিন্তু ক্লিন অ্যান্ড জার্কের শেষ প্রচেষ্টায় ‘ লিফট ’ করেও সময়ের আগেই নামিয়ে দেওয়ায় তা বৈধ বলে বিবেচিত হয়নি । মঙ্গলবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ৭৬ কেজি বিভাগে স্ন্যাচে সর্বোচ্চ ৯৮ কেজি তুলে দ্বিতীয় স্থানে ছিলেন পুনম । যিনি ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন । কিন্তু বার্মিংহ্যামে ক্লিন অ্যান্ড জার্কে একটিও বৈধ ‘ লিফট ’ করতে পারেননি । প্রথম দু’বার ব্যর্থ হন । তৃতীয়বার ‘ লিফট ’ করেন । কিন্তু বাজারের আগেই ফেলে দেন । তার ফলে তৃতীয় ‘ লিফট ’ অবৈধ বলে ঘোষণা করা হয় । আবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে পদকের আশা যাদের উপর ছিল তাদের অন্যতম জ্যোস্না চিনাপ্পা । তবে জিমন্যাসটিক্সে প্রণতি নায়েকের মতন তিনিও এদিন হতাশ করলেন । বার্মিংহাম কমনওয়েলথ গেমসের স্কোয়াশের মহিলা সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন চিনাপ্পা । ফলে আরও একটি পদক জয়ের আশা শেষ হয়ে গেল । সোমবার কানাডার হোলি নটনের কাছে হেরে কোয়ার্টার , ফাইনাল পর্যায় থেকেই বিদায় নিলেন চিনাপ্পা । মহিলাদের ১০০ মিটারের সেমিফাইনালে উঠতে পারলেন না দ্যুতি চাঁদ । দ্যুতি তার হিট ( রাউন্ড ১ ) সময় নিলেন ১১.৫৫ সেকেন্ড । চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি । প্রতিটি হিট থেকে শীর্ষ তিনজন পরবর্তী সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে । আর ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ফাইনালের যোগ্যতা অর্জন করল ভারত । ভারতের সাঁতারু কুশাগ্রা রাওয়াত এবং অদ্বৈত পেজ পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল ফাইনালে যোগ্যতা অর্জন করেছে ।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

23 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

23 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago