Categories: খেলা

লন বোলে সোনা জিতে ইতিহাস গড়ল ভারত

এই খবর শেয়ার করুন (Share this news)

সোমবার ভারতীয় দলের অ্যাথেলটরা লন বোলে আশা দেখিয়েছিলেন । আর সেটাই কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে বাস্তবে পরিণত হল। কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ল ভারতীয় মহিলা লন বোল দল । লন বোলে সোনা জিতল ভারত । ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে হারাল তারা । এই বিভাগে এর আগে পর্যন্ত ভারতীয় দল কোনও শিরোপা জিততে পারেনি । কিন্তু এবারের কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করল ভারতীয় দল । এর আগে অবধি চতুর্থ স্থানই ভারতীয় দলের সেরা পারফরম্যান্স ছিল । কিন্তু মঙ্গলবার নতুন রেকর্ড গড়ল ভারতীয় অ্যাথলেটরা । মঙ্গলবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৭-১০ পয়েন্টে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক পেল ভারতীয় দল । এদিন বার্মিংহ্যামে ভারতীয় দলের হয়ে লাভলি চৌবে , রুপা রানি তিরকে , পিঙ্কি এবং নয়নমণি সাইকিয়ারা বোলে বাজিমাত করল । উল্টোদিকে এতদিন দক্ষিণ আফ্রিকা লন বোলে দারুণ পারফরম্যান্স করে আসলেও এদিন কিন্তু ভারতের সামনে দাঁড়াতেই পারল না । ভারতীয় দল গেমসের প্রথম ম্যাচে পরাজিত হয় । তারপর অবশ্য আর পিছনে ফিরে তাকাতে হয়নি লাভলি , পিঙ্কিদের । ম্যাচে প্রত্যাবর্তন করে পরপর পাঁচটি ম্যাচ জিতে কমনওয়েলথ গেমসে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা দল । এদিনের ম্যাচে প্রথমে ২-০ তে পিছিয়ে ছিল ভারত । এরপর ভারত সমতায় ফেরে । সেখান থেকে লাফিয়ে ৮-২এ এগিয়ে যায় ভারত । এরপর আবার ম্যাচে ফিত্রে আসে দক্ষিণ আফ্রিকা । ভারতকে পিছনে ফেলে ১০-৮ এ এগিয়ে যায় । এরপরে আবার ভারত ফিরে আসে । এগিয়ে ১৫-১০এ । তবে এখান থেকে আর দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরতে দেয়নি দল । ভারত শেষে ম্যাচ জিতে নেয় ১৭-১০এ । ভারতীয় দল বিগত কয়েক বছর ধরে কমনওয়েলথ গেমসে এই খেলায় সেরা পারফরম্যান্স দিতে পারেনি । ভারত ২০২২ – এর আগে ২০১০ , ২০১৪ এবং ২০১৮ সংস্করণে অংশ নিয়েছে । সেখানে মাত্র দুবার সেমিফাইনালে উঠতে পেরেছে এবং অন্যান্য টুর্নামেন্টে চতুর্থ হয়েছে । অন্যদিকে এদিন ভারোত্তোলনে ব্যর্থ হয়ে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন পুনম যাদব । এবারও রুপোর দৌড়ে ছিলেন তিনি । কিন্তু ক্লিন অ্যান্ড জার্কের শেষ প্রচেষ্টায় ‘ লিফট ’ করেও সময়ের আগেই নামিয়ে দেওয়ায় তা বৈধ বলে বিবেচিত হয়নি । মঙ্গলবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ৭৬ কেজি বিভাগে স্ন্যাচে সর্বোচ্চ ৯৮ কেজি তুলে দ্বিতীয় স্থানে ছিলেন পুনম । যিনি ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন । কিন্তু বার্মিংহ্যামে ক্লিন অ্যান্ড জার্কে একটিও বৈধ ‘ লিফট ’ করতে পারেননি । প্রথম দু’বার ব্যর্থ হন । তৃতীয়বার ‘ লিফট ’ করেন । কিন্তু বাজারের আগেই ফেলে দেন । তার ফলে তৃতীয় ‘ লিফট ’ অবৈধ বলে ঘোষণা করা হয় । আবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের হয়ে পদকের আশা যাদের উপর ছিল তাদের অন্যতম জ্যোস্না চিনাপ্পা । তবে জিমন্যাসটিক্সে প্রণতি নায়েকের মতন তিনিও এদিন হতাশ করলেন । বার্মিংহাম কমনওয়েলথ গেমসের স্কোয়াশের মহিলা সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গেলেন চিনাপ্পা । ফলে আরও একটি পদক জয়ের আশা শেষ হয়ে গেল । সোমবার কানাডার হোলি নটনের কাছে হেরে কোয়ার্টার , ফাইনাল পর্যায় থেকেই বিদায় নিলেন চিনাপ্পা । মহিলাদের ১০০ মিটারের সেমিফাইনালে উঠতে পারলেন না দ্যুতি চাঁদ । দ্যুতি তার হিট ( রাউন্ড ১ ) সময় নিলেন ১১.৫৫ সেকেন্ড । চতুর্থ স্থানে শেষ করেছেন তিনি । প্রতিটি হিট থেকে শীর্ষ তিনজন পরবর্তী সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে । আর ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ফাইনালের যোগ্যতা অর্জন করল ভারত । ভারতের সাঁতারু কুশাগ্রা রাওয়াত এবং অদ্বৈত পেজ পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল ফাইনালে যোগ্যতা অর্জন করেছে ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

10 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

11 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

11 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

12 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

12 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

12 hours ago