প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
লাইনচ্যুত কামাক্ষ্যা এক্সপ্রেস, উল্টে গেল একাধিক কামড়া!!

অনলাইন প্রতিনিধি :-লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অসমের দিকে যাচ্ছিল কামাক্ষ্যা এক্সপ্রেসটি। ওড়িশার কটক স্টেশন ছেড়ে রওয়ানা দিলে কেন্দাপাড়ার কটকের দিঘি ক্যানেলের কাছে আচমকাই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি।