অনলাইন প্রতিনিধি :-উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তৃত রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিগত কিছু দিন যাবৎ পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহিঃরাজ্য থেকে রেলপণে রাজ্যে আমদানী বন্ধ রয়েছে।
ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাই-এর জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তা সারাইয়ের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে। আগামী ১৩ই নভেম্বর, ২০২৪ এই সমস্যাজীর্ণ রেললাইন অংশে পণ্য পরিবহন পরিসেবা পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা করা হাচ্ছে।
আইওসিএল কর্তৃপক্ষ বর্তমানে আসামের গৌহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানী করছে।
তবে বর্তমানে ধর্মনগরস্থিত আইওসিএল ডিপোসহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুতের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে আগামী ১০ নভেম্বর, ২০২৪ থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে। সকল জনসাধারণের উদ্দশ্যে এই রেশনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে। এই রেশনিং ব্যাবস্থার মেয়াদ রাজ্যে রেলপণে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত লাগু থাকবে।
এক্ষেত্রে সাধারণ জনগণের নিকট আবেদন করা হচ্ছে উনারা যেন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে কোনো ধরনের অতি-ক্রয় করতে লিপ্ত না হন।
অনলাইন প্রতিনিধি :-১৯৮১ সাল থেকে আগরতলায় শুরু হয়েছিল বইমেলা। এখন পর্যন্ত দুই বছর বাদ দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-বিদ্যুতের বিল বকেয়া থাকার দরুন দিল্লির হিমাচল ভবন এবার নিলাম করার নির্দেশ দিল…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মোট আয়তনের শুধুমাত্র ২৪ শতাংশ হচ্ছে কৃষিজমি।এই কম পরিমাণ জমির মধ্যেও কৃষিকাজ…
অনলাইন প্রতিনিধি :- ১৯ শে নভেম্বর। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী তথা ভারতরত্ন ইন্দিরা গান্ধীর ১০৭…
অনলাইন প্রতিনিধি :-চিরাচরিত ঐতিহ্য হারিয়ে জম্পুই মেতেছে সুপারি আর আদা চাষে। সুপারি চাষে খরচ, পরিশ্রম,…
অনলাইন প্রতিনিধি :-বাজারে শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যই আকাশছোঁয়া নয়,বাজারে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মূল্যও ক্রমেই…