লাশ আর লাশ, মৃত্যুসংখ্যা ৭০০ ছুলো আহতের সংখ্যা ১০০০!!

অনলাইন প্রতিনিধি :- যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই ধ্বংসের ছবি, মৃতদেহের পর মৃতদেহ। ভেঙে পড়ে রয়েছে বহুতল। হাসপাতাল থেকে মসজিদ- সর্বত্র শুধু লাশ আর লাশ। শুক্রবার যে ভূমিকম্পে বাংলা পর্যন্ত কেঁপে উঠেছিল, সেই কম্পনে বিপর্যস্ত মায়ানমার ও থাইল্যান্ড। শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৭০০। আহত১৬০০রও অধিক। মায়ানমারের রাজধানী নেপিদ-তে একটি হাসপাতাল ভেঙে পড়ে ভুমিকম্পে ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। ভুমিকম্পের সময় নমাজ পড়া চলছিল একটি মসজিদে। মসজিদেও মৃত্যু হয়েছে অনেকের। বাদ পড়েনি বিশ্ববিদ্যালয়ো। ইতিমধ্যেই মায়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাহায্যের জন্য বিভিন্ন দেশকে অনুরোধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও রেল পরিষেবা। থাইল্যান্ডে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত।