দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। কাতার বিশ্বকাপই ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। এরপর ফুটবলের বিশ্বমঞ্চে তাঁকে আর দেখা যাবেনা। আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান ভিগ্নোলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তারকা ফুটবলার। মেসি বলেন, ‘সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে।’ তবে ক্লাব ফুটবলে পিএসজি নাকি বার্সেলোনার হয়ে খেলবেন তা এখনও ঠিক করেননি। ২০২৩ সালে ক্লাব ফুটবল নিয়ে সিদ্ধান্ত জানাবেন মেসি। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া মেসি এখনও পর্যন্ত খেলেছেন চারটি বিশ্বকাপ।
কাতারে অনুষ্ঠিত রেকর্ড পঞ্চম বিশ্বকাপে খেলতে নামবেন তিনি। ক্লাব পর্যায়ে দলীয় ও ব্যক্তিগত অসংখ্য সাফল্য অর্জন করলেও আন্তর্জাতিক মঞ্চে মেসির আক্ষেপ ছিল বহু বছরের। গত বছর তাঁর সেই আক্ষেপেরও অবসান হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাঁদের মাটিতে ফাইনালে পরাজিত করে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এটা জাতীয় দলের জার্সিতে মেসির প্রথম ট্রফি। এবার নিশ্চিতভাবেই তাঁর লক্ষ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মেসি বলেন, ‘আমি যা অর্জন করেছি সেটা নিয়ে ভাবি না। আমি সবসময় আরও কী হতে পারে তা নিয়ে ভাবি।’
বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ হারেনি। তা সত্ত্বেও নিজেদের ফেভারিট মানতে নারাজ কিংবদন্তি ফুটবলার। মেসি বলেন, ‘আর্জেন্টিনা ফেভারিট কিনা বলতে পারব না। তবে ইতিহাসে আর্জেন্টিনার জন্য সবসময় জায়গা থাকবে। আমরা হয়তো ফেভারিট নয়। শক্তির বিচারে অন্য অনেক দল রয়েছে যারা এগিয়ে। আমাদের দলটাও শক্তিশালী, কিন্তু বিশ্বকাপে অনেক কিছু ঘটতে পারে। সব ম্যাচই কঠিন। এটাই বিশ্বকাপকে এত বিশেষ করে তুলেছে। ফেভারিটরা সবসময় জিততে পারে না। যারা শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে টিকে থাকতে পারে তাঁরাই জয়লাভ করে।’
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…