চ্যাম্পিয়ন্স লিগ মানেই সাদা জার্সির রাজত্ব । এবারও তার কোনও ব্যতিক্রম হল না ।প্যারিসের মাঠে 2018 সালের বদলা নেওয়া হল না লিভারপুলের। আবারও চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিল রিয়াল মাদ্রিদ । ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে এক অনন্য নজির স্হাপন করল রিয়াল মাদ্রিদ। শনিবার ভারতীয় সময় গভীর প্যারিসের স্টেডিয়ামে রাতে লিভারপুলকে ১-০ গোলে গ্যাজিত করে ফের ইউরোপ সেরার মুকুট বসে রিয়াল মাদ্রিদের মাথায় । আর এদিন দলের হয়ে এই একটি গোল করেছিলেন তরুণ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র । ফাইনালের ম্যাচে কোনও কাব্য, মহাকাব্য বা রূপকথা নয় বরং পুরো বিশ্বই এক টানটান ফুটবল দেখেছিল । মাঠে আক্রমণে লিভারপুলের কতটা প্রভাব ছিল সেটা পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে যায় ৷ গোল পাওয়ার মরিয়া চেষ্টায় তারা ২৪ বার শট নিয়েছিল । কিন্তু এখানেই অসাধারণ ফুটবলের পারফরম্যান্স দেখিয়েছে স্প্যানিশ জায়ান্টরা । চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালের চাপ ধরে রেখেও যেভাবে পুরো ম্যাচে কার্লো অ্যান্সেলোত্তির একাদশ নিজেদের রক্ষণ বাঁচিয়ে গিয়েছে তাতে তাদের প্রশংসাই প্রাপ্য ।
আর এখানে যার কথা না বললে পুরোটা অসম্পূর্ণ থেকে যাবে তা হল থিবো কার্তোয়ার গোল কিপিং । তেকাঠির তলায় ঢাল হয়ে দাঁড়িয়ে যেভাবে বার বার দলকে রক্ষা করে গিয়েছিলেন তাতে তিনি যে বিশ্বের প্রথম সারির গোলরক্ষকদের সঙ্গে এক আসনে বসবেন সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না । কার্তোয়া না থাকলে আজ এই স্কোরটাও হয়তো বদলে যেত অনেক আগেই। রিয়াল কঠিন প্রতিপক্ষ জেনেই চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালের শুরু থেকেই আক্রমণে চাপ বাড়াতে শুরু করেছিল ক্লপের ছাত্ররা । আধঘন্টার মধ্যে হাফডজন গোলমুখী শট নিয়েছিল তারা । কিন্তু একটিতেও দেখা পায়নি তারা । উল্টোদিকে রিয়াল পুরো ম্যাচেই অত্যন্ত সঙ্ঘবদ্ধ ফুটবল খেলেছে । প্রথম দিকে গোল না পেলেও সেভাবে আক্রমণে যেতে না পারলেও তারা কিন্তু কোনও তাড়াহুড়ো করেনি ।বরং কার্লো অ্যান্সেলোত্তির পরিকল্পনা মাফিকই ফুটবলটা খেলে গিয়েছে । আর তাতেই বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে বাজিমাত করেছে রিয়াল । চ্যাম্পিয়ান্স লিগের ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই করিম বেনজেমা ছিলেন আলোচনার কেন্দ্রে । তাই ম্যাচেও তাকে রোখার জন্য অতিরিক্ত মনোনিবেশ করে ফেলেছিল লিভারপুলের রক্ষণভাগ । আর সেই সুযোগটাই নিয়েছিল রিয়াল মাদ্রিদ । ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ দক্ষতাতে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন । গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ানোর কোনও ত্রুটি রাখেনি লিভারপুল । কিন্তু রিয়াল মাদ্রিদের রক্ষণ প্রাচীরের সামনে পড়ে বিশেষ কিছুই সুবিধা করতে পারেনি । ম্যাচের শেষের দিকে লিভারপুলের খেলোয়াড়রা গোল করার বেশ কাছে পৌঁছে গেলেও স্কোরলাইনে আর কোনও বদলই আসেনি । ভিনির গোলই শেষ পর্যন্ত জয়সূচক গোল হয়ে দাঁড়িয়েছিল ।
অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…
অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…
অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…