লিভারের সমস্যার ৯টি লক্ষণ

এই খবর শেয়ার করুন (Share this news)

লিভারে রোগ বাসা বাঁধতেই কারও কারও ক্ষেত্রে বিভিন্ন উপসর্গ শরীরে ফুটে ওঠে,আবার অনেকের অজান্তেই লিভারের অসুখ বেড়ে যায় কোনও উপসর্গ ছাড়াই । আবার এমনও হয় যে , অনেকেই সেসব লক্ষণ বা উপসর্গ টের পান না । প্রারম্ভিক লিভারের রোগের লক্ষণ কী কী ? পেট ব্যথা , ক্ষুধা না লাগা , ক্লান্তি বা শক্তির অভাব , ডায়রিয়াসহ বেশ কিছু লক্ষণ লিভারের সমস্যা হলে দেখা দিতে পারে । তবে অনেকেই বিষয়গুলো সাধারণ ভেবে অবহেলা করেন । এছাড়া আরও নয় লক্ষণ আছে যেগুলো দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের লক্ষণ । যখন লোহিত রক্তকণিকা থেকে বিলিরুবিন নামক একটি হলুদ পদার্থ অত্যধিক পরিমাণ তৈরি হয় , তখন এ সমস্যা দেখা দেয় । লিভার সঠিকভাবে কাজ করতে না পারলে বিলিরুবিন পরিষ্কার করতে পারে না । ফলে শরীরে বিলিরুবিনের প্রভাব বাড়তে থাকে । দীর্ঘস্থায়ী লিভারের সমস্যায় ভুগলে ত্বকে চুলকানি অনুভব করতে পারেন । ত্বকে ফুসকুড়ি না থাকলেও এমনটি ঘটে । এর ফলে ঘুমেও প্রভাব পড়তে পারে ।

ষুধের সাহায্যে এই চুলকানিভাব কমানো যায় । তার আগে লিভারের রোগ শনাক্ত করা জরুরি । পেট ফুলে ওঠাও লিভারের সমস্যার কারণ হতে পারে । লিভার রক্ত প্রবাহকে বাঁধা দিলে এর চারপাশের রক্তনালিতে চাপ বাড়ে । যা পেট থেকে তরল বের করে ও তা সংগ্রহ করে । এ কারণে পেট বড় হওয়ার লক্ষণকে অবহেলা করবেন না । লিভারের সমস্যা হলে অনেকেরই পা ও গোড়ালি ফুলে যায় ও তরল জমা হয় । কম লবণ খাওয়া ও ওষুধের সাহায্য এ সমস্যা কমানো যায় ।প্রস্রাবের রং গাঢ় ও ফ্যাকাশে মলত্যাগ করলে সবধান হয়ে যান । লিভারের সমস্যা হলে মলের রং বাদামি হয় । জন্ডিসের সমস্যা বেড়ে গেলেও ফ্যাকাশে মলত্যাগ হতে পারে । অতিরিক্ত বিলিরুবিন ত্বক এমনকী প্রস্রাবের রংও গাঢ় করে তোলে ।

লিভার রোগে আক্রান্ত অনেকেই দীর্ঘস্থায়ী ক্লান্তিতে ভোগেন । শরীরে টিক্সন তৈরি হওয়ার কারণে এটি ঘটে । শরীর ও রক্ত প্রবাহে বিষাক্ত পদার্থ বেড়ে গেলে মস্তিষ্কের কার্যকারিতাতেও ক্ষতিকর প্রভাব পড়ে । ফলে হঠাৎ করেই বিভিন্ন বিষয় ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় । অতিরিক্ত পেট খারাপের সমস্যা হলেও সাবধান হতে হবে । লিভারের রোগের কারণে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে গেলে পেট খারাপ ও বমি বমি ভাব ও বমি হতে পারে । লিভার ফেইলিওয়ের ক্ষেত্রে বমি বা মলের সঙ্গেও রক্ত পড়তে পারে । লিভার ফেইলিওরের কারণে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হতে পারে । নাক দিয়ে রক্তপাতও হতে পারে । অনেকের আবার শরীরে রক্ত জমাট বেঁধে যায় । ত্বকের নিচে রক্তনালীগুলো দেখা যাওয়া কিংবা মাকড়সার জালের মতো লালচে হয়ে ওঠার লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন । এগুলো প্রায়শই গাল , নাক ও ঘাড়ে ঘটে । এমন দাগ হাতের তালুতেও দেখা দিতে পারে । এই লক্ষণ দেখলেই বুঝতে হবে লিভারের সমস্যা গুরুতর হয়ে উঠেছে ।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

19 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago