লেনদেন, তিনজনকে মারধোর!!!
চন্দ্রপুর আই এস বি টি সংলগ্ন এলাকায় টাকা লেনদেন কে কেন্দ্র করে কিছু দুষ্কৃতি তিন জনকে প্রচন্ডভাবে মারধর করেছে। ঘটনা বৃহস্পতিবার। যার ফলে হাত পা মাথায় চোখে পিঠে প্রচন্ডভাবে আঘাত প্রাপ্ত হয়। এমনকি জামা কাপড় পর্যন্ত ছিড়ে ফেলে তিনজনের। খবর পেয়ে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই তিনজনকে থানায় নিয়ে আসে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।