Categories: দেশ

লোকসভার সাথে ৪ রাজ্যের বিধানসভার ভোট ঘোষণা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- লোকসভার সাথে দেশে চার রাজ্যেও বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এই রাজ্যগুলি হলো অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিম। এর মধ্যে সবচেয়ে বড় রাজ্য অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ বিধানসভার মোট আসন ১৭৫। লোকসভার আসন ২৫টি। রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ৪০.০৮ কোটি। বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে আঞ্চলিক দল ওয়াইএসআর কংগ্রেস। মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি। ২০১৯ সালের নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেস সেরাজ্যে ১৭৫টি আসনের মধ্যে ১৫১টিতেই জয়লাভ করে। টিডিপি পেয়েছিল মাত্র ২৩টি আসন। রাজ্যে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবার সম্ভাবনা প্রবল। ওয়াইএসআর কংগ্রেস, তেলেগুদেশম এবং কংগ্রেস।পাশের রাজ্য তেলেঙ্গানায় মাত্র কিছুদিন আগে আরেক আঞ্চলিক পার্টি বিআরএসকে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। ফলে এর প্রভাব প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশের ভোটে পড়বে বলে আশা করছে – কংগ্রেস। তেলেগু দেশম পার্টি পবন কল্যাণ এবং বিজেপির সাথে জোট করেছে। ফলে অন্ধ্রপ্রদেশে এবার কঠিন লড়াইয়ের মুখোমুখি ওয়াইএসআর কংগ্রেস। – কংগ্রেসও সব আসনেই প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি ১৭৫টি বিধানসভা আসনেই প্রার্থী ঘোষণা করেছেন এবং ২৪টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে। ভোটের অপর রাজ্য ওড়িশাতেও লোকসভা নির্বাচনের সাথে ভোট হচ্ছে। লোকসভায় চার দফায় ভোট হচ্ছে রাজ্যে। বর্তমানে এই রাজ্যে ক্ষমতাসীন রয়েছে বিজু জনতা দল। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশায় মোট আসন ১৪৭। ১৪৭টি আসনের মধ্যে বিজেডির দখলে ১১১টি আসন। এ রাজ্যেও বিরোধীরা তেমন নেই বললেই চলে। নবীন পট্টনায়েক সরকার এবারও ষষ্ঠবারের জন্য বিধানসভার ভোটে লড়ছে। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনও এ রাজ্যে চার দফায় হবে। তবে সব নজর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের আসন হিঞ্জিলির দিকে। তিনি এবারেও এই কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। অন্যদিকে, ৬০ আসনের অরুণাচল প্রদেশে বর্তমানে ক্ষমতাসীন রয়েছে বিজেপি। আগামী ১৯ এপ্রিল ওই রাজ্যে বিধানসভা ভোট লোকসভার সাথেই। অরুণাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন। গত নির্বাচনে বিজেপি দখল করেছিল ৪১টি আসন। জেডি (ইউ) জিতেছিল ৭টি আসন, এনপিপি জিতেছিল ৫টি আসন, কংগ্রেস চারটি এবং পিপিএ একটি আসনে জয়ী হয়েছিল। মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। অন্যদিকে, ৩২ আসনের সিকিম বিধানসভারও নির্বাচন হচ্ছে আগামী ১৯ এপ্রিল। লোকসভার প্রথম দফার ভোটের সাথে সিকিমেও বিধানসভা ভোট হবে। সিকিম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ জুন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

13 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

2 days ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

2 days ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

2 days ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

2 days ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago