লোকসভা নির্বাচনের দিন ঘোষণা!!
অনলাইন প্রতিনিধি :- অষ্টাদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মোট ৭ দফায় হবে নির্বাচন ৷ প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ২৬এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭মে। চতুর্থ দফার ভোট ১৩ মে। ১৬জুন শেষ হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনে তৈরি হওয়া সরকারের মেয়াদ ৷ লোকসভার সঙ্গে ওড়িশা, অরুণাচল প্রদেশ সিকিম অন্ধ্রপ্রদেশেও বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হল। অরুণাচলে ২ জুন বিধানসভায় ভোট। অন্ধ্রপ্রদেশে ২৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে।মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান,৯৬.৮৮কোটি ভোটার আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৪৭.১৫কোটি ।১০ লাখের বেশি ভোট কেন্দ্র। ভোট কর্মীর সংখ্যা দেড় কোটিরও বেশি। ৫৫লাখ ইভিএম। নতুন ভোটারের সংখ্যা ১কোটি ৮০ লাখ। ৮২ লাখ ভোটারের বয়স ৮৫র বেশি। তাঁদের বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। তার জন্য ফর্ম দেওয়া হবে। কয়েকটি বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা ছিল। কিন্তু এবার গোটা দেশে এই ব্যবস্থা চালু হবে। কমিশনের কর্মীরা দেশের সর্বত্র যাবেন। দরকার পড়লে একজনের ভোট নিতেও যাবেন এই কর্মীরা। জঙ্গল থেকে শুরু নদী বা পাহাড়-সব জায়গাতেই পৌঁছে যাবেন কর্মীরা। ভোট দেওয়া কতটা জরুরি সেটা বোঝাতেই কমিশনের এই উদ্যোগ। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৮ হাজার। দেশের ১২টি রাজ্যে মহিলাদের সংখ্যা বেশি। গতবার দেশে সাত দফায় চলেছিল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ নির্বাচন হয়েছিল ১১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৷ ২০১৪ সালে নির্বাচন হয়েছিল ৯ দফায় ৷৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷