লোকসভা নির্বাচনের দিন ঘোষণা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- অষ্টাদশ লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মোট ৭ দফায় হবে নির্বাচন ৷ প্রথম দফার ভোট ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট ২৬এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭মে। চতুর্থ দফার ভোট ১৩ মে। ১৬জুন শেষ হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনে তৈরি হওয়া সরকারের মেয়াদ ৷ লোকসভার সঙ্গে ওড়িশা, অরুণাচল প্রদেশ সিকিম অন্ধ্রপ্রদেশেও বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হল। অরুণাচলে ২ জুন বিধানসভায় ভোট। অন্ধ্রপ্রদেশে ২৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে।মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান,৯৬.৮৮কোটি ভোটার আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৪৭.১৫কোটি ।১০ লাখের বেশি ভোট কেন্দ্র। ভোট কর্মীর সংখ্যা দেড় কোটিরও বেশি। ৫৫লাখ ইভিএম। নতুন ভোটারের সংখ্যা ১কোটি ৮০ লাখ। ৮২ লাখ ভোটারের বয়স ৮৫র বেশি। তাঁদের বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে। তার জন্য ফর্ম দেওয়া হবে। কয়েকটি বিধানসভা নির্বাচনে এই ব্যবস্থা ছিল। কিন্তু এবার গোটা দেশে এই ব্যবস্থা চালু হবে। কমিশনের কর্মীরা দেশের সর্বত্র যাবেন। দরকার পড়লে একজনের ভোট নিতেও যাবেন এই কর্মীরা। জঙ্গল থেকে শুরু নদী বা পাহাড়-সব জায়গাতেই পৌঁছে যাবেন কর্মীরা। ভোট দেওয়া কতটা জরুরি সেটা বোঝাতেই কমিশনের এই উদ্যোগ। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪৮ হাজার। দেশের ১২টি রাজ্যে মহিলাদের সংখ্যা বেশি। গতবার দেশে সাত দফায় চলেছিল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ নির্বাচন হয়েছিল ১১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৷ ২০১৪ সালে নির্বাচন হয়েছিল ৯ দফায় ৷৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলেছিল ভোটগ্রহণ প্রক্রিয়া ৷

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

6 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago