অনলাইন প্রতিনিধি :-২৪শের
লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ইন্ডিয়া জোট হচ্ছে না।সিপিএম কেন্দ্রীয় কমিটির এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত রাজ্যেও কার্যকর হচ্ছে। রাজ্যেও লোকসভা নির্বাচনে সিপিএম এককভাবে লড়াই করবে।আজ এ বিষয়টি স্পষ্ট করে দিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
যদিও ২৩শের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে রাজ্যে আসন সমঝোতায় গিয়েছিল রাজ্য সিপিএম নেতৃত্ব।তবে বিধানসভা নির্বাচনের ফলাফলে সিপিএমের ভরাডুবি হলো।
এমনকী বিরোধী দলের স্থান পর্যন্ত চলে গিয়েছে।পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও সিপিএম-কংগ্রেসের জোট সফল হয়নি।এ কারণেই রাজ্যে সদ্যসমাপ্ত উপভোটেও সিপিএম এককভাবে প্রার্থী দিয়েছিল।এবার আসন্ন লোকসভা নির্বাচনেও সিপিএম রাজ্যের দুটি আসনে এককভাবেই প্রার্থী দিচ্ছে।যা আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যে আরও স্পষ্ট হয়ে গিয়েছে।প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিজেপি সরকার বিশ্বাসঘাতক। জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে এখন রাজ্যের মানুষের ক্ষোভ রাজ্যব্যাপী হচ্ছে।মানুষ বুঝে গিয়েছেন এরা একটি প্রতিশ্রুতিও পালন করবে না। বিজেপি দল শুধুমাত্র ভাগাভাগির সুযোগে অন্যের কাঁধে ভর করে ক্ষমতা দখল করেছে।রাজ্যে বিজ্ঞাপনের সরকার চলছে।বিজেপি সরকার রাজ্যের উপজাতি জনসমাজের সর্বক্ষেত্রে ক্ষতি করছে।পাহাড়ে হাহাকার চলছে।অনাহার অর্ধাহার সাথে হচ্ছে ক্ষুধার জ্বালায় সন্তান বিক্রির মতো ঘটনা। কাজ নেই, খাদ্য নেই।শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহণ, রেশনিং ব্যবস্থা রাজ্যে মুখ থুবড়ে পড়েছে। পানীয় জলের সংকটে নাজেহাল রাজ্যবাসী।
বেকারের কাছে পর্যন্ত চাকরি নেই।বিজেপি সরকার বেকারবিরোধী।শিক্ষক-কর্মচারী, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, জুমিয়া, মোটর শ্রমিক সহ সর্বক্ষেত্রের মানুষের সাথেই বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। এ কারণেই রাজ্যের মানুষ ২৩ সালে সরকার পরিবর্তনের জন্যেই ভোট দিয়েছিলেন। একশ্রেণীর রাজনৈতিক নেতৃত্বর জন্য বিজেপিমুক্ত রাজ্য হলো না। তবে ভালো দিক হলো রাজ্যের অনু উপজাতি এবং উপজাতি অংশের মানুষ এখন সব বুঝে গিয়েছেন। মানিক সরকার বলেন, আসন্ন লোকসভা নির্বাচন সিপিএমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।এবার অন্যদের সাথে রাজ্যে অত্যন্ত আলাপচারিতার প্রয়োজন নেই।এটা আমাদের বুঝতে হবে। কারণ রাজ্যের মানুষ এখন সিপিএমের সাথে রাজপথে নেমে গিয়েছেন। জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে। তাই নিজের উপর বিশ্বাস রেখে আমাদের এককভাবে লড়াই করে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন,এখন বুঝতে হবে আমাদের রাজ্যের মানুষ কী চাইছেন।তেইশের বিধানসভা নির্বাচনে শত্রু মিত্রের পরিচয় মিলেছে।তাই ২৪শের লোকসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ে কোমর শক্ত করতে হবে।বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে প্রত্যেকদিন রাজ্যের মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন।তাই লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে এককভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।এদিন সিআইটিইউ রাজ্য দপ্তরে পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ নেতৃত্বরা।
উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত প্রমুখ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…