২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যব্যাপী বুথ সশক্তিকরণ অভিযানে নেমেছে বিজেপি। বুথকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই পদ্মশিবির কমিটি গঠন করে মাঠে ঝাঁপিয়েছে। প্রতিটি মণ্ডলেই একযোগে শুরু হয়েছে কর্মসূচি। ইতিমধ্যে বুথ সশক্তিকরণের লক্ষ্য নিয়ে অনেক বিধানসভা কেন্দ্রেই বুথভিত্তিক কমিটি গঠনের কাজ অনেক দূর এগিয়ে গেছে। বেশ কিছু মণ্ডলে অর্ধেক সংখ্যক বুথে ১১ জনের কমিটি হয়ে গেছে। আগামী তিন দিনের মধ্যেই কমিটি গঠনের কাজ হয়ে যাবে। ২০ এপ্রিলের মধ্যে বুথ সশক্তিকরণ অভিযান শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
শক্তিশালী বুথ, শক্তিশালী মণ্ডল আহ্বানকে সামনে রেখেই অভিযানে নেমেছে শাসক শিবির।সোমবার বুথ সশক্তিকরণ অভিযানকে কেন্দ্র করে প্রদেশ বিজেপি অফিসে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সভাপতি তাপস ভট্টাচার্য, ডা. অশোক সিন্হা, রেবতী মোহন দাস সহ অন্যরা ছিলেন। বৈঠকে বুথভিত্তিক কর্মসূচিগুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়েই আলোচনা করেন প্রদেশ শীর্ষ নেতৃত্ব। লোকসভা নির্বাচনের অনেকটা আগেই তৃণমূল স্তরের সংগঠন ঢেলে সাজাতে চাইছে পদ্মশিবির।যার লক্ষ্যে সক্রিয় ও নিষ্ঠাবান দলীয় কর্মীদের গুরুদায়িত্বে আনা হচ্ছে। মানুষের সাথে নিবিড় সংযোগ স্থাপনের লক্ষ্যেও গ্রহণযোগ্য ও সক্রিয় কর্মীদের বেছে নেওয়া হচ্ছে।যতদূর জানা গেছে, তৃণমূল স্তরের সংগঠন ঢেলে সাজানোর পর সংগঠনের মাঝারি স্তরে হাত দেওয়া হবে। সেখানে সাংগঠনিক পর্যায়ে বেশ কিছু পরিবর্তন হতে পারে। এর পর সংগঠনের শীর্ষস্তরেও বেশ কিছু পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে খবর। বুথ, মণ্ডল,জেলাস্তরে পদাধিকারীদের পারফরমেন্স শনাক্ত করে অনেকেরই অপসারণ হচ্ছে বলে আভাস মিলেছে। বিগত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার নিরিখেই পদ্মশিবির অনেকটা ভেবেচিন্তে এ সব সিদ্ধান্ত নিচ্ছে। আপাতত বুথ দিয়ে দলে শুদ্ধিকরণের কাজ শুরু হয়েছে।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…