লোকসভা ভোট রাজ্যে এলেন আরও ৪ অবজার্ভার !!
অনলাইন প্রতিনিধি :- নির্বাচনে রাজ্যে এলেন আরও চারজন অবজার্ভার। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য আসেন নির্বাচন কমিশনের এই চার অবজার্ভার। চার অবজার্ভারের মধ্যে দু’জন জেনারেল অবজার্ভার। দু’জন পুলিশ অবজার্ভার। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য আসা চারজন অবজার্ভারের মধ্যে জেনারেল অবজার্ভাররা হলেন ভাস্কর কাটামমেনি ও শচীন্দ্র প্রতাপ সিংহ। পুলিশ অবজার্ভাররা হলেন ভূষণ গোলাবরাও বোরাসে এবং ডাঃ অ্যানি বিজয়া। ২৯ মার্চ পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য এক্সপেন্ডিচার অবজার্ভার রেবেন মেথু জ্যাকব এসে পৌঁছেছেন। তাছাড়া ২৭ মার্চ পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের জন্য পাঁচ অবজার্ভার রাজ্যে আসেন। তার জন্য দুইজন জেনারেল অবজার্ভার বিবেক এল ভীমানওয়ার ও ভূপেশ চৌধুরী, দুজন পুলিশ অবজার্ভার রাম কুমার ও ড. আর শিবকুমার এবং এক্সপেন্ডিচার প্রদীপ শর্মা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে এখন পর্যন্ত মোট দশজন অবজার্ভার এসেছেন।