Categories: বিদেশ

ল্যানসেটের বিজ্ঞানী তালিকায় বাঙালি কন্যা সেঁজুতি সাহা

এই খবর শেয়ার করুন (Share this news)

মেয়ে এমন কৃতী হোক, বিশ্বের বিদ্বৎমহলের আলো এসে পড়ুক তার উপরে। সব বাবা-মা বোধহয় এমন স্বপ্ন দেখেন। তেমনই কৃতী কন্যা সেঁজুতি সাহা। চোখে-মুখে ঝরছে
আত্মবিশ্বাস আর মেধার দীপ্তি। তিনি
অণুজীববিজ্ঞানী। নিবাস বাংলাদেশ। কিন্তু নিজের কৃতিত্বে এখন তিনি শুধু আর দেশ-কালের মধ্যে সীমাবদ্ধ নন। বৃহত্তর অর্থে তিনি বাঙালির। বিশ্বের একেবারে প্রথম সারির
সায়েন্স জার্নাল ‘ল্যানসেট’ বিশ্বের ১০ বিজ্ঞানীর যে প্রোফাইল প্রকাশ করেছে, তাতে জ্বলজ্বল করছে সেঁজুতির নাম। ল্যানসেট-এর প্রোফাইল প্রকাশের পর বাংলাদেশের
সংবাদ মাধ্যমে সেঁজুতি সাহা বলেন,
‘ল্যানসেট আমার সঙ্গে যোগাযোগের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় আমি আনন্দে উত্তর দিতে পারছিলাম না। আমি ভাবছিলাম, ল্যানসেট আমাদের কাজ সম্পর্কে এতটা জানে! আমি খুব গর্বিত এই কারণে যে, ল্যানসেটের মতো বিজ্ঞান জার্নাল একজন
বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে একটি
প্রোফাইল লিখেছে। এটিবিশ্বের কাছে
আমাদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।’ ঠিক কী কারণে সেঁজুতিকে অন্তর্ভুক্ত করল ল্যানসেট, তাদের বিজ্ঞানীদের তালিকায়? ল্যানসেট সেঁজুতি সম্পর্কে লিখেছে, ‘তিনি বিশ্বস্বাস্থ্যের গবেষণা নিয়ে লিঙ্গ সমতার পক্ষে সব সময়ে গলা তোলেন। সেঁজুতি এবং তার দল মিলে জীবাণুর জিনোম সিকোয়েন্সিং কিংবা ভাইরাসের গবেষণায় উল্লেখযোগ্য কাজ করেছেন। বাংলাদেশের শিশুদের আক্রান্ত করে এমন রোগ, যেমন ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে তাদের গবেষণা এখনও চলছে।’ নিজের কাজ সম্পর্কে সেঁজুতি বলেন, ‘এখন অনুভব করছি, দেশের প্রতি আমার দায়িত্ব আরও
বাড়ল। এখন এই ভাবমূর্তিকে টিকিয়ে রাখতে হবে। আশা করি, আমরা সব বিজ্ঞানী একসঙ্গে দেশের জন্য কাজ চালিয়ে যাব।’ সেঁজুতির কাজ দেখে বাংলাদেশের বিজ্ঞান নিয়ে পড়া পড়ুয়দের বাবা-মায়েরাও আপ্লু
ত।
অভিভাবকদের তরফে সেঁজুতি একটি
চিঠিও পেয়েছেন। সেই চিঠির কথা
সেঁজুতিকে নিয়ে ল্যানসেটের লেখায়
উঠে এসেছে। যেখানে অভিভাবকেরা
লিখেছেন, ‘আমাদের সন্তানেরা
বিজ্ঞানী হোক, এটা চাই। আমরা
কখনও ভাবিনি, এটা একটা পেশা
হতে পারে। কারণ, আমরা কোনও
দিন বিজ্ঞানী দেখিনি। সত্যি বলতে
কি, কোনও মহিলা বিজ্ঞানী দেখিনি!’
সেঁজুতির কাজ শুধু শিশুদের রোগ
থেকে রক্ষা নয়, শিশুদের বিজ্ঞানমনস্ক
করে তোলার জন্যও অনুপ্রেরণার হয়ে
থাকবে। শিশুদের নিয়েও নিরন্তর
কাজ করে যান সেঁজুতি! বিশেষত
মহিলা বিজ্ঞানীদের জন্য সব সময়
তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভিন্ন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে ভারতীয় বিমান সংস্থা!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু…

15 mins ago

সিদুঁরের মধ্যে সীমান্তে পাক সেনার গোলাবর্ষণ, মৃত্যু ৩!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মধ্যে পুঞ্চের মেধর এলাকায় বিনা প্ররোচনায় গোলাবর্ষণ…

34 mins ago

নয় ঘাটির কোনটায় চলত প্রশিক্ষণ, কোথাও জঙ্গি হাসপাতাল!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধ্যুষিত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশের নির্দিষ্ট জায়গায় ভয়াবহ হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।…

56 mins ago

৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে…

3 hours ago

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

16 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

20 hours ago