Categories: বিজ্ঞান

‘ল্যান্ডিং সাইট’ ঘোষণা করল নাসা

এই খবর শেয়ার করুন (Share this news)

ভবিষ্যতের কাজ এখনই গুছিয়ে রাখতে শুরু করেছে নাসা । মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকারী এই সংস্থা জানিয়েছে , বছর তিনেকের মধ্যে চাঁদের মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা । মাছের জন্য এখনই সম্ভাব্য জায়গা খুঁজে রেখেছে নাসা । তবে পরবর্তী চন্দ্ৰ অভিযানে কারা যাবেন বা ঠিক করে এই অভিযান হবে , সে সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি । মহাকাশচারীরা ২০২৫ সালে চাঁদের কোথায় অবতরণ করবে তা নিয়েই এক সংবাদিক সম্মেলনের আয়োজন করে নাসা । এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণমেরুর ১৩ টি সম্ভাব্য জায়গাকে নির্ধারণ করে রাখা আছেন। ‘ আর্টেমিস -৩ ‘ , নামের এক মিশনের অঙ্গ হিসেবে এই কাজ শুরু করেছে নাসা। ওই মিশনের অংশ হিসাবেই ২০২৫ সালে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর বন্দোবস্ত করা হবে । মিশনটি সফল হলে ১৯৭২ সালের নীল আর্মস্ট্রঙে’র ‘ অ্যাপোলো -১৭ ‘ মিশনের প্রায় ৫৩ বছর পরে এই প্রথম চাঁদে পা রাখবেন কোন সৌভাগ্যবান মহাকাশচারীরা । নাসা সূত্রের খবর অনুযায়ী , প্রতিটি অঞ্চলেই অনেকগুলো সম্ভাব্য ল্যান্ডিং সাইট পাওয়া গিয়েছে । কিসের ভিত্তিতে এই অঞ্চলগুলো বেছে নেওয়া হয়েছে , তাও জানিয়েছে নাসা । এক্ষেত্রে ওই এলাকাগুলোর ভূখণ্ড , সেখান থেকে যোগাযোগ ব্যবস্থার সুবিধা ছাড়াও আলোর বিষয়টিকেও মাথায় রাখছেন নাসার বিজ্ঞানীরা । কারণ মহাকাশযানে চেপে যে ‘ আর্টেমিস -৩ ‘ চাঁদের বুকে নামবে তারপর সেখানে যাবতীয় বৈজ্ঞানিক কাজকর্ম পারবে যে সব যন্ত্র সেগুলি চালাতে যে শক্তির প্রায়য়োজন হবে তার জোগান দেবে সূর্য । চাঁদের প্রতিটি অঞ্চলের মূল্যায়ন করতে আরও বিজ্ঞানীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে নাসা । প্রসঙ্গত , মহাকাশের আরও গভীরে গিয়ে অনুসন্ধানের উদ্দেশ্যে ‘ আর্টেমিস -১ ‘ নামে একটি মিশনের উদ্যোগ নিয়েছে নাসা । ওই মিশনে গিয়ে চাঁদে ফেরার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির । নাসা জানিয়েছে , ‘ আর্টেমিস -১ ‘ নামের ওই মিশনে শামিল করা হয়েছে ওরিয়ন মহাকাশযান , মহাকাশে উৎক্ষেপণের জন্য এসএলএস রকেট এবং ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের গ্রাউন্ড সিস্টেম । ‘ আর্টেমিস ‘ মিশনের আওতায় একাধিক মিশন রয়েছে । এর প্রথমটিতে অবশ্য কোনো মহাকাশচারী ছাড়াই যাত্রা শুরু করবে মহাকাশযান । নাসা আরও জানিয়েছে , ২৯ আগস্ট কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯ বি থেকে মনুষ্যহীন ওই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে । এর ঘণ্টা দুয়েকের মধ্যে তা মহাশূন্যে যাত্রা করবে । প্রথম ‘ আর্টেমিস ‘ মিশনের সময়সীমা ৪২ দিন ৩ ঘণ্টা ও ২০ মিনিটের । এর মূল লক্ষ্য হবে চাঁদের চারপাশের বিপরীতমুখী কক্ষপথ । কেবল চাঁদের পৃষ্ঠদেশের নয় , এর বাইরে অনুসন্ধানের চেষ্টাও করবে মহাকাশযানটি । পুরো মিশনে মহাকাশযানটি অন্তত ২০ লাখ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে । মিশনটি সফল ভাবে শেষ হওয়ার পর ১০ অক্টোবর সান দিয়েগোর অদূরে প্রশান্ত মহাসাগরের ওপরে একটি স্প্ল্যাশডাউন ফিরে আসবে মহাকাশযানটি । মহাকাশ গবেষকদের আশা , এই মিশনটি সফল হলে ভবিষ্যতে প্রথমবার কোনো মহিলা চাঁদে পাঠানোর কাজ সহজ হবে । ‘ আর্টেমিস ‘ মিশনের মাধ্যমে চাঁদ মহাকাশচারীকে ছাড়াও মহাকাশের গভীরে ছায়াপথ এবং মঙ্গল গ্রহে টেস্টিং সিস্টেম গড়তে চায় নাসা।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

17 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

18 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago