Categories: বিজ্ঞান

‘ল্যান্ডিং সাইট’ ঘোষণা করল নাসা

এই খবর শেয়ার করুন (Share this news)

ভবিষ্যতের কাজ এখনই গুছিয়ে রাখতে শুরু করেছে নাসা । মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকারী এই সংস্থা জানিয়েছে , বছর তিনেকের মধ্যে চাঁদের মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা । মাছের জন্য এখনই সম্ভাব্য জায়গা খুঁজে রেখেছে নাসা । তবে পরবর্তী চন্দ্ৰ অভিযানে কারা যাবেন বা ঠিক করে এই অভিযান হবে , সে সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি । মহাকাশচারীরা ২০২৫ সালে চাঁদের কোথায় অবতরণ করবে তা নিয়েই এক সংবাদিক সম্মেলনের আয়োজন করে নাসা । এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণমেরুর ১৩ টি সম্ভাব্য জায়গাকে নির্ধারণ করে রাখা আছেন। ‘ আর্টেমিস -৩ ‘ , নামের এক মিশনের অঙ্গ হিসেবে এই কাজ শুরু করেছে নাসা। ওই মিশনের অংশ হিসাবেই ২০২৫ সালে মহাকাশচারীদের চাঁদে পাঠানোর বন্দোবস্ত করা হবে । মিশনটি সফল হলে ১৯৭২ সালের নীল আর্মস্ট্রঙে’র ‘ অ্যাপোলো -১৭ ‘ মিশনের প্রায় ৫৩ বছর পরে এই প্রথম চাঁদে পা রাখবেন কোন সৌভাগ্যবান মহাকাশচারীরা । নাসা সূত্রের খবর অনুযায়ী , প্রতিটি অঞ্চলেই অনেকগুলো সম্ভাব্য ল্যান্ডিং সাইট পাওয়া গিয়েছে । কিসের ভিত্তিতে এই অঞ্চলগুলো বেছে নেওয়া হয়েছে , তাও জানিয়েছে নাসা । এক্ষেত্রে ওই এলাকাগুলোর ভূখণ্ড , সেখান থেকে যোগাযোগ ব্যবস্থার সুবিধা ছাড়াও আলোর বিষয়টিকেও মাথায় রাখছেন নাসার বিজ্ঞানীরা । কারণ মহাকাশযানে চেপে যে ‘ আর্টেমিস -৩ ‘ চাঁদের বুকে নামবে তারপর সেখানে যাবতীয় বৈজ্ঞানিক কাজকর্ম পারবে যে সব যন্ত্র সেগুলি চালাতে যে শক্তির প্রায়য়োজন হবে তার জোগান দেবে সূর্য । চাঁদের প্রতিটি অঞ্চলের মূল্যায়ন করতে আরও বিজ্ঞানীদের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে নাসা । প্রসঙ্গত , মহাকাশের আরও গভীরে গিয়ে অনুসন্ধানের উদ্দেশ্যে ‘ আর্টেমিস -১ ‘ নামে একটি মিশনের উদ্যোগ নিয়েছে নাসা । ওই মিশনে গিয়ে চাঁদে ফেরার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির । নাসা জানিয়েছে , ‘ আর্টেমিস -১ ‘ নামের ওই মিশনে শামিল করা হয়েছে ওরিয়ন মহাকাশযান , মহাকাশে উৎক্ষেপণের জন্য এসএলএস রকেট এবং ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের গ্রাউন্ড সিস্টেম । ‘ আর্টেমিস ‘ মিশনের আওতায় একাধিক মিশন রয়েছে । এর প্রথমটিতে অবশ্য কোনো মহাকাশচারী ছাড়াই যাত্রা শুরু করবে মহাকাশযান । নাসা আরও জানিয়েছে , ২৯ আগস্ট কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯ বি থেকে মনুষ্যহীন ওই মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে । এর ঘণ্টা দুয়েকের মধ্যে তা মহাশূন্যে যাত্রা করবে । প্রথম ‘ আর্টেমিস ‘ মিশনের সময়সীমা ৪২ দিন ৩ ঘণ্টা ও ২০ মিনিটের । এর মূল লক্ষ্য হবে চাঁদের চারপাশের বিপরীতমুখী কক্ষপথ । কেবল চাঁদের পৃষ্ঠদেশের নয় , এর বাইরে অনুসন্ধানের চেষ্টাও করবে মহাকাশযানটি । পুরো মিশনে মহাকাশযানটি অন্তত ২০ লাখ ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে । মিশনটি সফল ভাবে শেষ হওয়ার পর ১০ অক্টোবর সান দিয়েগোর অদূরে প্রশান্ত মহাসাগরের ওপরে একটি স্প্ল্যাশডাউন ফিরে আসবে মহাকাশযানটি । মহাকাশ গবেষকদের আশা , এই মিশনটি সফল হলে ভবিষ্যতে প্রথমবার কোনো মহিলা চাঁদে পাঠানোর কাজ সহজ হবে । ‘ আর্টেমিস ‘ মিশনের মাধ্যমে চাঁদ মহাকাশচারীকে ছাড়াও মহাকাশের গভীরে ছায়াপথ এবং মঙ্গল গ্রহে টেস্টিং সিস্টেম গড়তে চায় নাসা।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

9 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

10 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

10 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

10 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

11 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

11 hours ago