দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। অবশেষে চমকপ্রদ ভাবেই শনিবার গভীর রাতে প্রার্থী তালিকা প্রকাশ করলো তিপ্রামথা। প্রকাশিত তালিকা অনুযায়ী ২০ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও, ২০টি জনজাতি সংরক্ষিত আসনের মধ্যে তিপ্রামথা মাত্র ১২ টি আসনে লড়াই করছে। বাকী ৮ টি আসনের মধ্যে ৬ টি সাধারণ আসন এবং ২ টি তপশিলি সংরক্ষিত আসন।
তপশিলি জনজাতি সংরক্ষিত যে ১২ টি আসনে তিপ্রামথা লড়াই করছে, সেগুলো হলো সিমনা,চড়িলাম,আশারামবাড়ি, কৃষ্ণপুর,বাগমা,শান্তিরবাজার,জোলাইবাড়ি,করবুক,আমবাসা, করমছড়া,ছামনু এবং পেচারথল। এছাড়া সাধারণ ও এস সি সংরক্ষিত আসন গুলি হলো, বক্সনগর, কল্যানপুর,ঋষ্যমুখ,অমরপুর,সুরমা,ফটিকরায়, চন্ডীপুর এবং পানিসাগর। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, থানসার ডাক দিয়ে এবং তিপ্রাসাদের সংবিধানিক অধিকার আদায় ও গ্রেটার তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্যের দাবিতে যিনি এবার লাস্ট ফাইটের ডাক দিয়েছিলেন, সেই প্রদ্যোত কিশোরই প্রার্থী হননি। শুধু তাই নয়, পৃথক রাজ্যের আবেগে যে কজন বিধায়ক আইপিএফটি এবং বিজেপি ছেড়ে মথায় সামিল হয়েছিলেন, তাদের মধ্যে একজন বাদে আর কেউই টিকিট পাননি। টিকিট পাননি মেবার কুমার জমাতিয়া, ধনঞ্জয় ত্রিপুরা এবং বুরবো মোহন ত্রিপুরা। টিকিট জুটেছে একমাত্র বৃষকেতু দেববর্মার। তিনি সিমনা কেন্দ্র থেকে লড়াই করবেন।
এখানেই শেষ নয়, তিপ্রামথা প্রার্থী দেয়নি ৮টি জনজাতি সংরক্ষিত আসনে। সেই কেন্দ্র গুলি হলো টাকারজলা,রামচন্দ্রঘাট,
কাঞ্চনপুর, মান্দাই, রাইমাভ্যালি, গোলাঘাটি, মনু এবং অম্পিনগর।
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…