দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। অবশেষে চমকপ্রদ ভাবেই শনিবার গভীর রাতে প্রার্থী তালিকা প্রকাশ করলো তিপ্রামথা। প্রকাশিত তালিকা অনুযায়ী ২০ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও, ২০টি জনজাতি সংরক্ষিত আসনের মধ্যে তিপ্রামথা মাত্র ১২ টি আসনে লড়াই করছে। বাকী ৮ টি আসনের মধ্যে ৬ টি সাধারণ আসন এবং ২ টি তপশিলি সংরক্ষিত আসন।
তপশিলি জনজাতি সংরক্ষিত যে ১২ টি আসনে তিপ্রামথা লড়াই করছে, সেগুলো হলো সিমনা,চড়িলাম,আশারামবাড়ি, কৃষ্ণপুর,বাগমা,শান্তিরবাজার,জোলাইবাড়ি,করবুক,আমবাসা, করমছড়া,ছামনু এবং পেচারথল। এছাড়া সাধারণ ও এস সি সংরক্ষিত আসন গুলি হলো, বক্সনগর, কল্যানপুর,ঋষ্যমুখ,অমরপুর,সুরমা,ফটিকরায়, চন্ডীপুর এবং পানিসাগর। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, থানসার ডাক দিয়ে এবং তিপ্রাসাদের সংবিধানিক অধিকার আদায় ও গ্রেটার তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্যের দাবিতে যিনি এবার লাস্ট ফাইটের ডাক দিয়েছিলেন, সেই প্রদ্যোত কিশোরই প্রার্থী হননি। শুধু তাই নয়, পৃথক রাজ্যের আবেগে যে কজন বিধায়ক আইপিএফটি এবং বিজেপি ছেড়ে মথায় সামিল হয়েছিলেন, তাদের মধ্যে একজন বাদে আর কেউই টিকিট পাননি। টিকিট পাননি মেবার কুমার জমাতিয়া, ধনঞ্জয় ত্রিপুরা এবং বুরবো মোহন ত্রিপুরা। টিকিট জুটেছে একমাত্র বৃষকেতু দেববর্মার। তিনি সিমনা কেন্দ্র থেকে লড়াই করবেন।
এখানেই শেষ নয়, তিপ্রামথা প্রার্থী দেয়নি ৮টি জনজাতি সংরক্ষিত আসনে। সেই কেন্দ্র গুলি হলো টাকারজলা,রামচন্দ্রঘাট,
কাঞ্চনপুর, মান্দাই, রাইমাভ্যালি, গোলাঘাটি, মনু এবং অম্পিনগর।
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…