শত্রুরূপী মানুষকে ‘বলি’ দিয়ে আজও পুজো হয় দেবী অপরাজিতার

এই খবর শেয়ার করুন (Share this news)

রাত জেগে রঙ করে চলছিলেন বৃদ্ধ শিল্পী । মাঝরাতে চারিদিক যখন নিঝুম , ঝিঝি পোকার ডাক , তখনও তিনি একাই জেগে এক হাতে তুলি ও অন্য হাতে বাতি ধরে দেবীর রঙ করে চলেন । বয়সের ভারে শরীর ভেঙেছে । চোখের জ্যোতিও কমেছে । তবু এক মনে রঙ করছিলেন । ভোরের নরম আলো এসে পড়ল দেবীর শরীরে । ক্লান্ত চোখে প্রতিমার দিকে ভালো করে তাকিয়ে চমকে ওঠেন বৃদ্ধ । এ কী ! দেবীর গায়ে যে অপরাজিতা রঙ । চিন্তায় পড়ে গেলেন বৃদ্ধ শিল্পী। এদিকে আশেপাশে মুহূর্তে খবর ছড়িয়ে গেল । পরিবারের লোকরা ও গ্রামের লোকরা এসে মুষড়ে পড়লেন । এই সময় মুশকিল আসানের মতো হঠাৎই এলেন বাড়ির কর্তা । জানালেন , চিন্তা করার কিছু নেই । রাতেই দেবী তাঁকে স্বপ্নে আদেশ দিয়েছেন , যেন অপরাজিতা রঙেই দেবীর পুজো করা হয় । সেই থেকেই কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় পরিবারে অপরাজিতা রঙে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। কৃষ্ণনগরের বাসিন্দাদের কাছে তিনি আজ আদরের ‘ নীল দুর্গা ‘ বা ‘ অপরাজিতা ‘ নামে পরিচিত । চট্টোপাধ্যায় পরিবারের দাবি , প্রায় ৩০০ বছর আগে অধুনা বাংলাদেশের বরিশাল জেলার বামরাইল গ্রামে এই পুজো শুরু হয় । তাদেরই এক পূর্বপুরুষ তন্ত্রসাধক এই পুজোর প্রচলন করেন । দেশ ভাগের পর চট্টোপাধ্যায় পরিবার চলে আসেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে । নাজিরা পাড়ায় তাঁরা স্থায়ী ভাবে বসবাস শুরু করেন । ১৯৪৭ সাল থেকে এখানেই শুরু হয় , অপরাজিতার পুজো । তবে ১৯৯৮ সালে পুজোর নানান আচার ঘিরে মত পার্থক্যর জেরে শরিকি বিবাদ তৈরি হয় । সেবছর থেকেই আলাদা আলাদা করে শুরু হয় ‘ নীল দুর্গা’র পুজো । তবে পুজোর আচার থেকে শুরু করে নানা মাঙ্গলিক অনুষ্ঠান সব কিছু এক রকম থাকলেও নতুন পুজোয় বাদ দেওয়া হয়েছে পশু বলি ও কুমারী পুজো । পরিবারের লোকদের কথায় , বাংলাদেশে যখন পুজো হতো তখন মোষ বলি দেওয়া হত। কিন্তু ১৯৯৮ সালের প্রথম থেকেই পুজোয় সতীশচন্দ্ৰ চট্টোপাধ্যায়ের শাখার সদস্যরা যে পুজো শুরু করলেন , সেই পুজোয় কুমারী পুজো বন্ধ করে দেওয়া হয় । আর ৭ বছর আগে বন্ধ করে দেওয়া হয় পশু বলিও । তবে চিন্তাহরণ চট্টোপাধ্যায় পরিবারের সদস্যদের বাড়িতে এখনও কুমারী পুজো ও পশু বলির প্রচলন আছে । শুধু দেবীর গায়ের রঙই নয় , নানা মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মাধ্যমে এই পুজো আলাদা করে নজর কাড়ে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

16 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

46 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago