৫০০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার, ২২ শে জানুয়ারি প্রভু শ্রী শ্রামের জন্মভূমি অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দির। এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে রইল গোটা ভারতবর্ষ৷ আজ রামময় গোটা দেশ। গোটা দেশের পাশাপাশি পার্বত্য রাজ্য ত্রিপুরায়ও প্রভু রামের আরাধনায় মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সোমবার রাজধানী আগরতলার দূর্গাবাড়িতে শ্রী রামের আরাধনায় এক বিশেষ পূজা ও মহাযজ্ঞের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড: মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এদিন দূর্গাবাড়িতে শত শত ভক্ত সমাগমে পূজিত হন রামচন্দ্র।
পূজা শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, সারা ভারতবর্ষ আজ রামময়। আজ থেকে গোটা দেশে রাম রাজত্বের অধ্যায় নতুনভাবে সূচনা হবে এবং রাম রাজত্ব মানেই সুশাসন। দেশের প্রধানমন্ত্রীও দেশবাসীর কাছে সুশাসন পৌঁছে দিতে চাইছেন প্রতিনিয়ত। আর সেই দিশায়ই কাজ করে চলেছে রাজ্য সরকারও। মানুষের মৌলিক অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার। সর্বোপরি এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ত্রিপুরা বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। তাছাড়া আগামী ৪ তারিখে গোটা ক্যাবিনেট নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…