শনিবার আস্তাবলে শ্রেয়া ঘোষালের সংগীতানুষ্ঠান!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা
ট্যুরিজম প্রমো ফেস্ট ২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে শুক্রবার বিকালে রাজ্যে এসে পৌঁছালেন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল।এদিন তার যন্ত্রশিল্পীদের সম্পূর্ণ দলও রাজ্যে এসেছেন।রাজ্য সরকারের পর্যটন বিভাগের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট এর সমাপ্তি অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে।বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালই হচ্ছেন অনুষ্ঠানের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। শনিবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমত শ্রেয়ার জ্বরে কাঁপছে আগরতলা। অনুষ্ঠানের পাস সংগ্রহের জন্য শুক্রবার সন্ধ্যার পরও বড়সড় লাইন দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পাস নিয়ে গেছেন অনেকে।সবাইকে বিনামূল্যেই পাস দেওয়া হয়।গত ৩ডিসেম্বর ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নারিকেলকুঞ্জে উদ্বোধন করেছিলেন। এদিন সমাপ্তি পর্বেও মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যরা উপস্থিত থাকবেন।
শ্রেয়া ঘোষালের সংগীতানুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য তিন ধরনের বিনামূল্যে পাসের ব্যবস্থা করা হয়েছে।ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট কিছু পাস ছাড়া বাকি গুলি সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে। যারা পাস পেয়েছেন তাদের বিকাল ৫ টার মধ্যে অনুষ্ঠান স্থলে প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।এদিনের অনুষ্ঠানের জন্য বিভিন্ন রাস্তায় বিকেলের দিকে বিধিনিষেধ আরোপ এ করা হয়েছে। ওই সব রাস্তায় দেওয়া হয়েছে নো এন্ট্রি। দুই চাকার যানবাহন রাখার জন্য উত্তর গেট থেকে টাউন হলের রাস্তাকে ব্যবহার করা হবে। তাছাড়া অন্যান্য যানবাহন রাখার জন্য বয়েজ বোধজং স্কুল, প্রগতি স্কুল মাঠ ব্যবহারের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল জনপ্রিয় নেপথ্য সংগীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।

Dainik Digital

Recent Posts

হোলিতে বিস্ফোরণ অমৃতসরের মন্দিরে !!

শুক্রবার গভীর রাতে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরের বাইরে বিস্ফোরণ ঘটে। জানা যায়, দু'জন বাইক আরোহী…

10 hours ago

বাংলাদেশের সংস্কৃতি!!

ধর্ষণ নারী নির্যাতন লইয়া এই উপমহাদেশে অধিকাংশ দেশে একই অবস্থানে চলিয়া যায় দেশের শাসক। একই…

10 hours ago

সংবাদপত্রে টেণ্ডারের বিজ্ঞাপন, সংক্রান্ত অর্থ দপ্তরের বিতর্কিত সার্কুলার ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া!!

অনলাইন প্রতিনিধি ;-রাজ্যের বর্তমানবিজেপি নেতৃত্বাধীন জোট সরকার সংবাদমাধ্যম ও সাংবাদিক বান্ধব বলে মুখে মুখে প্রচার…

2 days ago

বাংলাদেশের নির্বাচন!!

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রশাসন চলিতেছে। একটি গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় সেই দেশে…

2 days ago

স্মার্ট সিটি প্রকল্পের কাজে ফের বিপর্যয়, দুর্ভোগে মানুষ!

অনলাইন প্রতিনিধি :-আবারও ক্ষতি হলো পাইপলাইন গ্যাসের পরিবহণ ও সরবরাহ ব্যবস্থার।আবারও বিপর্যয় ঘটলো আগরতলায়।বিপাকে পড়লো…

2 days ago

৪ কোটি টাকা দিলেই মন্ত্রিপদ, অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের ফোন!!

অনলাইন প্রতিনিধি :-মণিপুরে বিরাট প্রতারণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে সেজে বিধায়কদের সাথে প্রতারণার ফাঁদ।…

3 days ago