অনলাইন প্রতিনিধি :-লাল বলের রঞ্জি ট্রফির চারদিনের ফরম্যাটের ক্রিকেট আপাতত শেষ।এবার ক্রিকেটের ছোট ফরম্যাটে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট বলের যুদ্ধে নামতে চলেছে মানদীপ সিং-মণিশংকর মুড়াসিং বাহিনী।এই ফরম্যাটের ক্রিকেটে লড়াই ভিন্ন।ওভারে ওভারে ম্যাচের ভাগ্য বদলায়।গেম প্ল্যানও।একটা ক্যাচ,একটা রানআউট, এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি এই ফরম্যাটের ম্যাচের রং দারুণ পাল্টেও দেয়। এই লক্ষ্যে রোমাঞ্চকর টি-টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল নিজেদের ব্যাটিং বোলিংয়ের শক্তি যাচাইয়ে নামছে রাজ্যদল। প্রতিপক্ষ দল শক্তিশালী তামিলনাড়ু। যে দলে আইপিএলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটারও রয়েছে। যাদের বিরুদ্ধে ব্যাট বলের সমান টক্কর দিয়েই শশীকান্তের ছেলেদের ম্যাচ জিততে হবে। লড়াইটা অসম হবে বলেও মনে করছে না টিম ম্যানেজমেন্ট। যদিও ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেও কোন্ এগারোজন ত্রিপুরার ক্যাম্পে সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি- টোয়েন্টি (২০২৪) মাঠে নামবে তা ফাইনাল হয়নি।
এ বিষয়ে ইন্দোরে কোচ পিভি শশীকান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু বলেন, এই ধরনের ক্রিকেট ম্যাচে কিছুই বলা যায় না আগাম। তবে এটা দু’দলেরই গেম। যারা নিজেদের সেরা ধরে রাখতে পারবে ম্যাচ তাদের। অর্থাৎ যেদিন যে দল ব্যাটে-বলে ও ফিল্ডিংয়ে ভালো করবে সেদিনের ম্যাচ তাদের। সকাল এগারোটায় ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। এদিকে, ম্যাচে নামার কয়েক ঘন্টা আগে আজ সকালে ঘন্টা তিনেক সময় নেটে টিম ত্রিপুরা তাদের ব্যাট বলের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেয়। নেটে সবার বডি ল্যাঙ্গুয়েজে একটাই নাকি জানান দিচ্ছিল, সবাই নিজের সেরাটা দেবার জন্য তৈরি। ম্যানেজার মণীশ ঘোষ এমনই বলেন। তিনি আরও বলেন, ছেলেরা তৈরি। অপেক্ষা কেবল বাইশগজে নামার। তবে টিম যে এখনও কিছুই হয়নি তাও জানালেন ম্যানেজার। কোচ পিভি শশীকান্ত জানান, আগামীকাল সকালে আরেক দফা উইকেট দেখার পরই টিম ঘোষণা হবে। তবে হোলকারের উইকেটে কিন্তু তেমন ঘাস নেই। উইকেটে ব্যাটারদের পাশাপাশি পেস ও স্পিনাররা সাহায্য পাবে বলেই মনে করা যায়। তবে ক’জন পেসার, ক’জন স্পিনার খেলানো হবে তা নিয়েই নাকি এখনও ফাইনাল হয়নি। তবে এটাও ঠিক প্রথম একাদশে বিক্রম কুমার, জিয়নজ্যোত সিং ওপেন করতে নামবে। শ্রীদাম পাল, তেজস্বী জয়সওয়াল, মানদীপ সিং, শরথ শ্রীনিবাস, মণিশংকর মুড়াসিং, অভিজিৎ সরকার, পারভেজ সুলতান এতটুকু ঠিক আছে। এখন বাকি দু’জনের জন্য হয়তো অজয় সরকার, রজত দে, চিরঞ্জিৎ পাল, সম্রাট সূত্রধররা লড়বে। থাকতে পারে শুভম ঘোষও।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…
অনলাইন প্রতিনিধি :-আগরতলাগভর্নমেন্ট কলেজের আসন সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৩ করা হয়েছে ইতিমধ্যেই। আইজিএম হাসপাতালে…
অনলাইন প্রতিনিধি :-শারদউৎসব সম্পন্ন হওয়ার পর সামান্য দেরি হলেও বৃহস্পতিবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের সাধারণ ডিগ্রি কলেজে প্রিন্সিপাল পদে নিয়োগ বিশবাঁও জলে। দু'বছর আগে রাজ্য সরকারের…
ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক বদলায়নি। তবে। দুই দেশের মধ্যেকার কূটনৈতিক আদানপ্রদান কমিয়াছে। ফলে দুই…