অনলাইন প্রতিনিধি :-উত্তর
পূর্বাঞ্চল পর্ষদের (এনইসি) ৭২তম প্লেনারি অধিবেশনে অংশ নিতে শুক্রবার রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড.সুকান্ত মজুমদারসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় আধিকারিক।উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ৭ রাজ্যপাল এবং ৫ মুখ্যমন্ত্রী এদিন রাজ্যে পা রেখেছেন। মেঘালয় ছাড়া উত্তরপূর্বের সবকয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং মেঘালয়ের রাজ্যপাল শনিবার রাজ্যে
আসছেন।২১ ডিসেম্বর শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে এনইসি প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্লেনারি অধিবেশনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ।এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চল পর্ষদের ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এবং উত্তরপূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ সহ উত্তরপূর্বাঞ্চল পর্ষদের ২ জন সদস্য।শুক্রবার রাজধানীর এক হোটেলে হয় প্লেনারি অধিবেশনের প্রাক-কারিগরি অধিবেশন।এই অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাছাড়াও প্রাক-কারিগরি অধিবেশনে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রকের সচিবগণ, উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যসচিবগণ এবং পরিকল্পনা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।প্লেনারি অধিবেশনে পূর্ববর্তী রাজ্যগুলির জন্য প্রস্তাবিত বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনের উপস্থাপনা আলোচনার জন্য আসবে, তারপর প্রস্তাবিত ‘অষ্টলক্ষ্মী মহোৎসব’ নিয়ে আলোচনা হবে। একই সাথে একটি ব্যাঙ্কার্স কনক্লেভ এবং জাতীয় পাম অয়েল মিশনের উপর উপস্থাপনা এবং এই উদ্দেশে উত্তর-পূর্বের সুবিধা সহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।মৌলিক সুযোগ-সুবিধার সম্প্রসারণ সংক্রান্ত বিষয়েও উপস্থাপনা থাকবে।এই সমস্ত উপস্থাপনা এবং প্রস্তাবের সিদ্ধান্তগুলি এনইসির পরবর্তী প্লেনারিতে আলোচনার জন্য আসবে। এদিন বিকাল পাঁচটার দিকে বায়ু সেনার বিশেষ বিমানে বাগডোগরা থেকে আগরতলায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমবিবি বিমান বন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের দুই সাংসদ বিপ্লব কুমার দেব, কৃতি সিং দেববর্মণ, উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যরা। উত্তরপূর্বাঞ্চল পর্ষদের প্রথমবারের মতো বৈঠক হচ্ছে আগরতলায়। যার প্রেক্ষিতে প্রস্তুতিতে ত্রুটি রাখেনি রাজ্য প্রশাসন। গত বেশ কয়েকদিন ধরেই হয়েছে প্রস্তুতি।গোটা আগরতলা শহরকে নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে আসা হয়েছে।রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল সংখ্যক জওয়ান মোতায়েন করা হয়েছে।সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি। এদিকে, এদিন আগরতলা সুসংহত স্থল বন্দরে ভার্চুয়ালি বিজিএফ আবাসনের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…