Categories: বিজ্ঞান

শনির চাঁদেই মিলল দ্বিতীয় পৃথিবীর খোঁজ

এই খবর শেয়ার করুন (Share this news)

সৌরজগতের এক স্বতন্ত্র গ্রহ হল পৃথিবী । মহাবিশ্বে তার জুড়ি মেলা ভার । এমন আর একটি গ্রহের হদিশ মিলছে না মহাবিশ্বে । তবে সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীদের দাবি , এই সৌরজগতের মধ্যেই লুকিয়ে রয়েছে ‘ দ্বিতীয় পৃথিবী ‘ । আকর্ষণীয় সেই গ্রহের সন্ধান মিলেছে সাম্প্রতিক এক গবেষণায় । তা নিয়ে জোর চর্চা চলছে মহাকাশপ্রেমীদের মধ্যে । দুরে নয় । কাছেই রয়েছে ‘ আর্থ ২.০ ‘ । পৃথিবীর বাইরে আরও একটা পৃথিবী এতদিন এই সৌরজগতেই লুকিয়ে ছিল । ‘ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া ’ সেই দ্বিতীয় পৃথিবীকে এর আগে সেভাবে ‘ কালটিভেট ‘ করা হয়নি । শনি ৮২ টি চাঁদ দ্বারা বেষ্ঠিত । শনি গ্রহের সিস্টেমটি নিজেই একটি ছোট সৌরজগতের মতো । শনির এই ৮২ টি চাঁদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল টাইটান । এই টাইটানকে দেখতে প্রায় পৃথিবীর মতো । স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ ম্যাথু লাপোত্রে সম্প্রতি এমনই দাবি করেছেন ।

সূর্যের ষষ্ঠ গ্রহ , শনির বৃহত্তম চাঁদ’ই হতে পারে বহু কাঙ্খিত সেই দ্বিতীয় পৃথিবী ’ । জ্যোতির্বিজ্ঞানের জগতে শনির চাঁদের পরিচিত টাইটান নামে । সে শনির ৮২ টি উপগ্রহের মধ্যে সবচেয়ে বড় । তার ‘ প্রোফাইল’ও বেশ নজরকাড়া নতুন গবেষণায় শনির চাঁদের পৃষ্ঠে প্রাকৃতিক দৃশ্যের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা । কিন্তু কেন বিজ্ঞানীরা টাইটানকে দ্বিতীয় পৃথিবী বলছেন ? কারণ একাধিক । সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল পরিবেশ এবং পৃষ্ঠতলের গঠনের মিল । শনি গ্রহের বৃহত্তম চাঁদ হল টাইটান । এই টাইটানে রয়েছে নদী , হ্রদ এবং সাগর । ভরা বৃষ্টি আর ঘন বায়ুমণ্ডলের প্রকাশও পর্যবেক্ষণ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা । এই হ্রদগুলি পৃথিবীর থেকে ভিন্ন উপাদানে ভরা । আছে মিথেন আর নাইট্রোজেনে ভরা বায়ুমণ্ডল । এতেই শেষ নয় । টাইটানে রয়েছে হাইড্রোকার্বনের উপস্থিতিও । উপগ্রহটির পৃষ্ঠতলের গঠনগত উপাদান পৃথিবীর তুলনায় অনেকটাই আলাদা । আরও স্পষ্ট করে বললে , আপাত দুর্বল এবং ক্ষুদ্র প্রকৃতির । “ জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স ‘ নামক জার্নালে ল্যাপোত্রের নেতৃত্বে গবেষকদের একটি দল তথ্য প্রকাশ করেছে যে , কীভাবে টাইটানের স্বতন্ত্র টিলা , সমভূমি এবং গোলকধাঁধা ভূখণ্ড গঠিত হতে পারে । দলটি জানিয়েছেন , এই গঠনগত উপাদান দিয়েই টাইটানে গড়ে উঠেছে ছোট ছোট টিলার মতো ভূমিরূপ , অনেকটা বালিয়াড়ির মতো । পৃথিবীর বুকে মরুভূমিতে যা আকছার দেখা যায় । স্ট্যানফোর্ডস স্কুল অব আর্থ , এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস – এর সহকারী অধ্যাপক সমিত দ্য ল্যাপোজের বর্ণনায় পৃথিবীর বালিয়াড়িগুলি তৈরি হয়েছে সিলিকেট যৌগ দিয়ে । কিন্তু টাইটানের টিলাগুলি গড়ে উঠেছে জৈব কম্পাউন্ডে ভর করে । এগুলি যত দ্রুত গড়ে উঠতে পারে , তত দ্রুত ক্ষয়ও হয়ে যায় । কারণ বাতাসের ‘ অবঘর্ষ ‘ প্রক্রিয়া । বিজ্ঞানীরা জানিয়েছেন , তাদের গবেষণা অনুযায়ী পৃথিবীর সঙ্গে টাইটানের অনেক মিল যেমন রয়েছে , তেমনই অমিলও প্রচুর । আর তাই এটিকে পৃথিবীর বাইরে আরও এক পৃথিবী বলতে কুণ্ঠা নেই । যদিও এই বিশ্লেষণ মানতে নারাজ এমপি বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ অ্যান্ড এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের প্রাক্তন অধিকর্তা , ড . দেবীপ্রসাদ দুয়ারি । তার কথায় ‘ টাইটানে জল থাকলেও থাকতে পারে । হাইড্রোকার্বনের সংখ্যাও বেশি থাকতে পারে । কিন্তু তা বলে পৃথিবীর মতো আবহাওয়া , গাছপালা প্রভৃতিও থাকবে— তা একেবারেই নয় । সেই রাসায়নিক গঠন নেই । কিন্তু আমার মতে , মূল বিষয়টি আরও , আরও গবেষণা সাপেক্ষ ।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

11 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

11 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

11 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

12 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

12 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

13 hours ago