শনি-রবি ৫ ঘন্টা নো এন্ট্রি, রাজবাড়ি চত্বর ‘উইকএন্ড টুরিস্ট হাব’ ঘোষণা হলো।
অনলাইন প্রতিনিধি || রাজ্যে পর্যটন বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্যে রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনের জায়গাটিকে ‘উইকএন্ড ট্যুরিস্ট হাব’ হিসাবে ঘোষণা করলো রাজ্য সরকার। ফলে এখন থেকে প্রতি সপ্তাহের শনি ও রবিবার রাজবাড়ি প্রাঙ্গণ এলাকায় বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নো এন্ট্রি জোন থাকবে।ওই সময়ে রবীন্দ্রভবন চৌমুহনী থেকে রাজবাড়ি, জেকশন গেট থেকে রাজবাড়ি এবং জগন্নাথ বাড়ির সামনে অর্থাৎ শেরওয়ালী থেকে রাজবাড়ি অভিমুখে কোনও ধরনের যানবাহন,সাইকেল, রিকশা ইত্যাদি ঢুকতে পারবে না। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী জানান, পর্যটন বিকাশ ও বিনোদনের লক্ষ্যে উজ্জয়ন্ত প্যালেসের সামনের জায়গাটিকে নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে। ওই চত্বরে থাকবে বিভিন্ন স্টল, ধাবা।স্টলে থাকবে রাজ্যের ঐতিহ্যশালী ও উৎপাদিত নানা সামগ্রী।থাকবে ফুলের স্টল।বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।পরিবেশিত হবে বাংলা, হিন্দি, ককবরক গান, ঐতিহ্যশালী নৃত্য।এরজন্য পৃথকভাবে স্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।থাকবে রাজ্যের ঐতিহ্যশালী পোশাক।যেগুলো পরে মানুষ ছবি তুলতে পারে। উজ্জয়ন্ত প্যালেসে চলবে লাইট অ্যাণ্ড সাউণ্ড।মানুষ টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবে। রাজবাড়ি দীঘিতে থাকবে বোটিংয়ের ব্যবস্থা।উজ্জয়ন্ত প্যালেসে যাওয়া এবং আসার রাস্তায় বসানো হবে বিভিন্ন স্টল। থাকবে খাওয়ার স্টলও। স্টলগুলোতে থাকবে রাজ্যের উৎপাদিত সামগ্রী।যাতে পর্যটকরা তাদের পছন্দমতো জিনিস ক্রয় করতে পারেন। থাকবে খাওয়ার ব্যবস্থাও। রাজ্য এবং বহিঃরাজ্য থেকে আসা পর্যটকরা যাতে সপ্তাহের অন্তত দুইদিন দারুণভাবে সময় কাটাতে পারে। ছোট ছোট ছেলে মেয়েরা আনন্দ উপভোগ করতে পারে। এইসব বিষয় চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুধু তাই নয়,ওই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। উপকৃত হবে রাজ্যের শিল্পীরাও। মন্ত্রী জানান, সপ্তাহের শনি ও রবিবার নির্ধারিত সময়ে যানবাহন কোন্ রাস্তায় চলবে, তা ট্রাফিক দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে।