শপথ নিলেন তিপ্রা মথার বিধায়করা!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন তিপ্রামথা দলের ১৩ জন বিধায়ক। তাদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস।
এছাড়াও এদিন শপথ গ্রহণ করেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন।
এদিন শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, গতকাল শারীরিক অসুস্থতার জন্যই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

নির্বাচনের আগে এক সাংবাদিক সম্মেলনে শ্রী বর্মন দাবি করেছিলেন, বিজেপি সিঙ্গেল ডিজিটে জয়লাভ করবে। নিজের সেই মন্ত্রব্যকে টেনে এদিন তিনি দাবি করেন, বিজেপি সিঙ্গেল ডিজিটেই জয় পেয়েছে। শুধুমাত্র ৭ টি আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি। স্ট্যাটিস্টিক্স টানলে এটাই প্রমাণিত হবে। অধিকাংশ আসনে বিরোধী দলগুলো ব্যক্তিগত অ্যাজেন্ডা নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। সেই অ্যাজেন্ডার পরিপ্রেক্ষিতেই মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলেই অন্যান্য আসনগুলোতে বিজেপি জয়লাভ করেছে। ভোট কাটাকাটির প্রেক্ষিতেই বিজেপির জয় সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেসই একমাত্র দল যারা রাজ্যকে স্বৈরাচরী শাসনমুক্ত করার জন্য এই নির্বাচনে অনেক লড়াই করেছে।

এছাড়াও কংগ্রেসের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেছিলেন, যদি ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী না হয় তবে তিনি চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবেন। সেই বিষয়ে প্রশ্ন করলে, তিনি প্রত্যুত্তরে সাফ জানিয়ে দেন এধরনের কোনো কথা তিনি বলেননি।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব্বর্মন। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একটি আঞ্চলিক দল আজ নিজেদের মাতৃভাষায় শপথ গ্রহণ করেছে। এর জন্য তিনি গর্ব বোধ করছেন। পাশাপাশি তিনি এদিন আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিপ্রাল্যান্ডের দাবি থেকে তিনি কখনও সরছেন না। যতদিন পর্যন্ত সাংবিধানিক সমাধান না হবে ততদিন পর্যন্ত এই দাবিতেই অনড় থাকবে তিপ্রামথা।
এছাড়াও তিনি এদিন কংগ্রেস ও সিপিআইএম দলের নেতৃত্বদের শুভেচ্ছা জানান।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

10 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

11 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

11 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

11 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

12 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

12 hours ago