ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
শবরীমালা মন্দির পরিদর্শনে দ্রৌপদী মুর্মু!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু’দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই সফরে তিনি বিখ্যাত শবরীমালা মন্দির পরিদর্শন করবেন ৷ এই প্রথম দেশের কোনও রাষ্ট্রপতি মন্দিরে যাচ্ছেন বলে জানা গিয়েছে ৷
রাষ্ট্রপতির দু’দিনের কেরল সফর ১৮ মে পালাতে সেন্ট থমাস কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে শুরু হবে তারপর ১৯ মে তিনি পাম্পায় ভ্রমণ সারবেন। তারপরই শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সফরকালে তিনি কোট্টায়াম এবং কুমারকোমে থাকবেন বলে জানা গিয়েছে।