শহরে আর ঢুকবে না বড় মাছের গাড়ি!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগরতলা শহরের পরিকাঠামো উন্নয়নে খুব শীঘ্রই যুক্ত হচ্ছে আরও একটি পালক।

এখন থেকে বহিঃরাজ্য থেকে আসা বড় মাছের লড়ি গুলি আর শহরে অর্থাৎ মহারাজগঞ্জ বাজার এবং বটতলা বাজার এলাকায় ঢুকবে না। আগমাী ১২ অক্টোবর শহর সংলগ্ন নাগিছড়ায় উদ্ভোদন হতে যাচ্ছে নব নির্মিত আধুনিক ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড। শহরকে যানজট মুক্ত রাখতে বাজার এলাকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্মল রাখতে, রাজ্য সরকার ও পুর নিগম যৌথভাবে নাগিছড়ায় গড়ে তুলেছে এই “ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড”।

পুর নিগমের সিদ্ধান্তক্রমে এখন থেকে বটতলা, মহারাজগঞ্জ বাজার সহ প্রতিটি বাজারে বহিঃরাজ্য থেকে বড় লড়ি করে মাছ এনে লোডিং আন লোডিং করা যাবে না। বড় গাড়ি গুলিকে রাখতে হবে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে। সেখান থেকে ছোট গাড়ি করে বাজারে নিয়ে আসতে হবে মাছ। ২০১৭ সাল থেকে শুরু হয়েছিল এর কাজ। খরচ পড়েছে সাড়ে তিন কোটি টাকা। সোসাইটি গঠন করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সোসাইটিতে পুর নিগমের কর্পোরেটর সহ বিভিন্ন আধিকারিকদের রাখা হয়েছে। ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডে থাকা, খাওয়া সহ নানা ধরনের ব্যবস্হা রয়েছে। পাশাপাশি ২০ শয্যা বিশিষ্ট ডরমেটরি ব্যবস্থাও রয়েছে। ন্যূনতম ভাড়ায় পরিবহন শ্রমিকরা থাকতে পারবে। নিরাপত্তা ব্যবস্থার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, থাকবে নিরাপত্তা কর্মী। শনিবার ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার,কমিশনার ডাঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। মেয়র জানান, শহর আধুনিক হচ্ছে। ফলে গতানুগতিক চিন্তাভাবনায় চললে হবে না। শহরকে যানজট মুক্ত করা এবং বাজার এলাকা গুলি পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্মল রাখতেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এই ব্যবস্থার ফলে বাজারে জনগণকে অসুবিধায় পড়তে হবে না। পাশাপাশি বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে আসা ড্রাইভার সহ সহকারীদের ও থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে নাগিছড়ায়। একসঙ্গে ছটি বড় গাড়ি থেকে মাল লোডিং আনলোডিং করা যাবে সেখানে। পাশাপাশি দশটি বড় গাড়ি ও পার্কিং করে রাখা যাবে। ছোট গাড়ি ২০ থেকে ৩০ টি রাখা যাবে সেই জায়গায়। পরবর্তীতে মহারাজগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারে বহিঃ রাজ্য থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আসা অন্যান্য গাড়িগুলির ব্যাপারেও এরকম চিন্তা ভাবনা রয়েছে নিগমের, জানান মেয়র।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

23 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

23 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

24 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

2 days ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

2 days ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

3 days ago