শহরে নতুন উপদ্রব ঘিরে জনমনে উদ্বেগ

 শহরে নতুন উপদ্রব ঘিরে জনমনে উদ্বেগ
এই খবর শেয়ার করুন (Share this news)

আগরতলা শহরে জননিরাপত্তা এখন বড়সর প্রশ্নের মুখে । প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরি সংগঠিত হয়ে চলেছে । এর মধ্যে বাড়তি উপদ্রপ হয়ে সামনে এসেছে পকেটমার এবং ছিনতাইয়ের ঘটনা । বিভিন্ন মহল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে উদ্বেগ বেড়েছে । বহিঃরাজ্য থেকে প্রচুর মহিলা ও পুরুষ এই শহরে এসে নানা জায়গায় ছড়িয়ে পড়েছে । কেউ প্লাস্টিকের পুতুল বিক্রির নামে , কেউ সোনার জিনিস পরিষ্কার করার নামে , আবার কেউ কেউ অন্যকোনও সামগ্রী বিক্রি করার নামে শহরের এবং শহরতলির অলি – গলিতে ছড়িয়ে পড়েছে । এরা বাড়ি ঘরে ঢুকে চুরি , ছিনতাই যেমন করছে । তেমনি যাত্রীবাহী গাড়ি , অটোতে যাত্রী সেজে উঠে পকেট কাটছে । গতকাল শুক্রবার মধুপুর থানাধীন অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকায় সোনার অলঙ্কার পরিষ্কার করার নামে এক বাড়িতে ঢুকে গৃহবধূকে ছুড়ি দিয়ে কয়েকবার আঘাত করে এক অপরিচিত মহিলা । শুধু তাই নয় , গৃহবধূর নাকে মুখে চেপে ধরে এমন কিছু ছড়িয়ে দেয় , এতে ওই গৃহবধূ অজ্ঞান হয়ে যায় । যদিও বিষয়টি অন্যরা টের পেয়ে যাওয়ার পর ওই মহিলা তড়িঘড়ি পালিয়ে যায় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি মারুতি গাড়ি দিয়ে । আজ শনিবার রাজধানীর কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব এলাকার বাসিন্দা চায়না রায় ( ৫০ ) নামে এক মহিলা চন্দ্রপুর বোনের বাড়ি থেকে অটোতে আসার পথে অটোর মধ্যেই তার হাতে থাকা ব্যাগ কেটে টাকা নিয়ে নেমে পড়ে বহিঃরাজ্যের তিন মহিলা । ঘটনা শনিবার দুপুরে । এই ঘটনায় হতবাক্ চায়না দেবী । তিনি জানান , গত পরশুদিন তিনি চন্দ্রপুর উনার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আজ দুপুরে বিশেষ কাজে তিনি আইজিএম হাসপাতালের পুরানো গেটের কাছে আসছিলো । চায়না দেবীর হাতে একটি কাপড়ের ব্যাগের মধ্যে মানি ব্যাগটি ছিলো । মানি ব্যাগে হাজার দুয়েক টাকা ছিলো । তিনি চন্দ্রপুর থেকে একট খালি অটোতে উঠেন । বোনের বাড়ি থেকে বেরুনোর সময়ই তিনি অটো ভাড়া আগেই হাতে নিয়ে রাখেন । অটোটি আশ্রম চৌমুহনী আসার পর , ওই অটোতে বহিঃরাজ্যে ( রাজস্থান ) তিন জন মহিলা উঠেন । এদের দুই জনের বয়স বারো থেকে চৌদ্দ বছর হবে । আরেক জনে বয়স ২৪/২৫ বছর হবে । এই মহিলার কোলে আবার একটি ছোট শিশুও আছে । অটোতে উঠেই এদের একজন চায়না দেবীকে মাঝখানে বসার জন্য বলে । এতে চায়না দেবী রাজী হয়নি । এরা অটোতে উঠেই নানা ধরনের সমস্যার কথা বলতে থাকে । এই তিনজন প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে নেমে যায় এরপর অটো চালক সিটি সেন্টার থেকে অটো ঘুড়িয়ে চায়না দেবীকে আইজিএম হাসপাতালের পুরানো গেটের সামনে নামিয়ে দেয় । অটোর ভাড়া দিয়ে দেখেন তাঁর হাতে থাকা কাপড়ের ব্যাগটি হাল্কা লাগছে । এরপর দেখেন ব্যাগের নীচের অংশটি কাটা । ম্যানি ব্যাগটি নেই । পুজোর প্রাক্কালে শহরে এমনিতেই প্রচুর ভিড় । এর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে এই ধরনের ঘটনা ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.