শহরে ভয়াবহ অগ্নকান্ড!!
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো বসত ঘর। ঘন বসতি পূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা বুধবার বিকেলে পশ্চিম থানার অন্তর্গত রাজনগর এলাকায়। এলাকার বাসিন্দা শীতল বণিকের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
জানাগেছে, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ করেই আগুন লেগে যায় বাড়িটিতে। খবর পেয়ে দমকল কর্মীরা যথাসময়ে এলেও ইঞ্জিন নষ্ট থাকায় ব্যঘাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।