শহরে মাফিয়া সংস্কৃতিতে নয়া সংযোজন ঘিরে গুঞ্জন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বর্তমানে জমি ও নিগো মাফিয়াদের দৌরাত্ম্য এমনি জায়গায় গিয়ে পৌঁছেছে যে, রাজ্যবাসীর নাভিঃশ্বাস উঠেছে।এই রাজ্যে এখন জমি মাফিয়াদের দাবি মতো তোলা না দিয়ে জমি ক্রয়-বিক্রয় করা একপ্রকার অসম্ভব।এটাই এখন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।জমি ও নিগো বাণিজ্য এখন সরকার ও প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রশ্রয়ে প্রাতিষ্ঠানিক রূপে পেয়েছে।তার সাথে এখন যুক্ত হয়েছে ক্লাবগুলির সীমাহীন দাদাগিরি।একাংশ ক্লাবের ভূমিকা এখন অনেকটাই খাপ পঞ্চায়েতের মতো। আইন ও বিচারের দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিয়েছে।ক্লাবের ফতোয়া অমান্য করার কারোও সাধ্য নেই।এখন আবার আগরতলা শহরে নতুন করে তালিবানি সংস্কৃতি, তালিবানি ফতোয়া লক্ষ্য করা যাচ্ছে।শহরে ফ্ল্যাট – ভাড়া এবং দোকান ভাড়া দিতে এবং নিতে গেলে ক্লাবের অনুমতি ও অনুমোদন নিতে হবে।এমনই এক ফতোয়া লক্ষ্য করা গেলো আগরতলা বনমালীপুর কেন্দ্রের মঠচৌমুহনী এলাকায়।মঠ চৌমুহনীর উডল্যাণ্ড পার্ক হোটেলের ঠিক উল্টোদিকে একটি বিল্ডিং বাড়ি এবং শাটার দেওয়া দোকানের সামনে ঝুলছে স্থানীয় ফ্লাওয়ার্স ক্লাবের ফতোয়া।তাতে স্পষ্ট
করে লেখা রয়েছে, ‘তমাল বর্ধন এবং শিখা রায় বর্ধনের ফ্ল্যাট এবং দোকান ক্লাবের আওতাধীন।ক্লাবের অনুমতি ছাড়া এই ফ্ল্যাট এবং দোকান ভাড়া দেওয়া কিংবা ভাড়া নিতে হলে ক্লাব কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করবেন।’ ফ্লেক্সে টাঙানো এই ফতোয়া দেখেই মনে হচ্ছে, এটি সর্বসাধারণের উদ্দেশে জারি করা হয়েছে।স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠেছে, আগরতলা শহরে কি তালিবানি সংস্কৃতির আমদানি হয়েছে?শহরে ফ্ল্যাট এবং দোকান ভাড়া দিতে গেলে এবং ভাড়া নিতে হলে মালিক- ভাড়াটিয়া উভয়কে স্থানীয় ক্লাবের অনুমতি অথবা অনুমোদন নিতে হবে। এমন নজিরবিহীন কাণ্ডের কথা তো এর আগে কোথাও দেখা যায়নি, শোনাও যায়নি। তাছাড়া অন্যের বাড়ি (ফ্ল্যাট) এবং দোকান কি করে ক্লাবের আওতাধীন হয়? এই রাজ্যে কি আইন, প্রশাসন বলতে কিছুই নেই?গত প্রায় এক সপ্তাহ ধরে পথচলতি মানুষের এই ফতোয়া দেখে অনেকের মনেই প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, আজ থেকে সম্ভবত দুই-তিন বছর আগে আগরতলা মিলন সংঘ এলাকায় এমনই একটি ফতোয়া লক্ষ্য করা গিয়েছিল।তবে ওইটি ভাড়া দেওয়া বা নেওয়ার বিষয়ে নয়।ওইটি ছিলো জমি সংক্রান্ত। একেবারে মিলনসংঘ এলাকায় জাতীয় সড়কের পাশে একটি জায়গায় স্থানীয় ক্লাবের পক্ষ থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল।ক্লাবের অনুমতি ছাড়া এই জমি ক্রয়-বিক্রি করা যাবে না। এই নিয়ে পত্রিকায় খবর প্রকাশ হতেই পরদিন নোটিশ খুলে নেওয়া হয়েছিল।এখন আবার নতুন করে তালিবানি ফতোয়া দেখা গেলো শহরের মঠ চৌমুহনী এলাকায়। প্রশাসনের নিয়ন্ত্রণ যখন লাগামহীন হয়ে পড়ে তখনই এই ধরনের বিষয় ঘটতে থাকে। এমনটাই অভিমত জনগণের।

Dainik Digital

Recent Posts

মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট,, কার্ফু জারি!!

অনলাইন প্রতিনিধি :-উত্তপ্ত মণিপুরের অশান্তির আঁচ এবার পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত।মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর এবার…

10 hours ago

ক্ষমতার আস্ফালন, কমিশনে দোষী সাব্যস্ত ডিএসপি প্রসূন!!

অনলাইন প্রতিনিধি :-বেআইনিভাবে এবং ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসককে মারধর করার অভিযোগে রাজ্য পুলিশের ডিএসপি প্রসূনকান্তি…

10 hours ago

রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি!!

অনলাইন প্রতিনিধি :-ট্রেন, বিমানের পর এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্করিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াই উড়িয়ে দেওয়ার…

11 hours ago

রাজ্যের শান্তি-সম্প্রীতি ঐক্য রক্ষায় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক জিতেনের!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মন্ত্রীর এই সাম্প্রদায়িক উস্কানির দৌলতে, গণ্ডাছড়া,…

11 hours ago

পালাবদলে দেশ বদলায়?

আমেরিকায় পালাবদলের পর বিশ্বের অশান্ত এলাকাগুলিতে,যুদ্ধবিধ্বস্ত সকল অঞ্চলে নতুন ভাবনাচিন্তা শুরু হইয়াছে। বিশেষত দুইটি যুদ্ধ…

12 hours ago

মানুষকে মৃত্যুর ‘স্বাদ’ দিতে ‘কফিন ক্যাফে’ চালু জাপানে!!

অনলাইন প্রতিনিধি :- জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নয়ে নীর, হায়…

1 day ago