শহিদ জওয়ানদের বাড়িতে বিপ্লব
মঙ্গলবার শহিদ সেনা জওয়ান সঞ্জয় দেবনাথ এবং প্রশান্ত দেব এর বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।তিনি শহিদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। আগামী দিনে সমস্ত ধরনের সরকারি সাহায্যের জন্য পরিবারটির পাশে থাকার বার্তা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে তিনি মনিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। আকস্মিক এই ঘটনায় তিনি শোকাহত। শহীদ জওয়ানের পরিবারের পাশে তিনি সর্বদা রয়েছেন বলেও জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।