২০১৭ সালে কাশ্মীরে কর্মরত থাকার সময় দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছিলেন ছেলে । শহিদ সেনাকে মরণোত্তর সম্মান জানিয়েছে দেশ । কিন্তু সেই সম্মান বাড়িতে এসে পৌঁছেছে কুরিয়ার মারফত । এর জেরে ক্ষুব্ধ হয়ে বাবা – মা ফিরিয়ে দিলেন সেই সম্মান । প্রসঙ্গত , অসম সাহসিকতার জন্য দেশে যে সমস্ত সম্মান দেওয়া হয় , তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ সম্মান ‘ শৌর্য চক্র’।
গুজরাতের বাসিন্দা ল্যান্স নায়েক গোপাল সিংহ এই সম্মান পেয়েছেন । ২০১৭ সালে কাশ্মীরে নিযুক্ত থাকার সময় শহিদ হন তিনি । ২০০৮ সালে মুম্বাই হামলার সময়ও সাহসিকতা ও কৃতিত্বের জন্য বিশিষ্ট সেনা মেডেলে সম্মানিত হয়েছিলেন গোপাল । শহিদ হয়ে মরণোত্তর শৌর্য চক্র পেয়েছেন তিনি । গোপাল সিংহের মৃত্যুর পর তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তি ও মৃত্যু পরবর্তী সুবিধা হাতিয়ে নিতে চান বলে অভিযোগ । শহিদ সেনার বাবা – মায়ের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব আদালত পর্যন্ত পৌঁছায় ।
বিষয়টি নিয়ে মামলা চলতে থাকায় শৌর্য চক্রের মেডেল কার হাতে পৌঁছবে , তা নিয়ে সিদ্ধান্ত স্থগিত হয়ে যায় । সম্প্রতি শহিদ জওয়ানের সমস্ত সম্মান তাঁর বাবা – মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত । এরপরই শহিদ গোপাল সিংহের বাবা মুকিম সিংহ ভাদোরিয়ার বাপুনগরের বাড়িতে গত সোমবার এসে পৌঁছায় ছেলের শৌর্য চক্র পদকটি । তবে সেটি পৌঁছায় কুরিয়ারে । তাঁরা সেই পদক নিতে অস্বীকার করে ফিরিয়ে দেন এবং গোটা বিষয়টিতে রাষ্ট্রপতি ভবনের হস্তক্ষেপ দাবি করেছেন । বিষয়টি সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । এ বিষয়ে মুকিম সিংহ জানান , গত ফেব্রুয়ারি মাসেই তিনি প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দিয়ে আর্জি জানান , স্বাধীনতা দিবস কিংবা সাধারণতন্ত্র দিবসে তার হাতে যেন পদকটি তুলে দেওয়া হয় । কিন্তু তার সেই অনুরোধ রাখা হয়নি বলে অভিযোগ সন্তানহারা বাবার ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…