২০১৭ সালে কাশ্মীরে কর্মরত থাকার সময় দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছিলেন ছেলে । শহিদ সেনাকে মরণোত্তর সম্মান জানিয়েছে দেশ । কিন্তু সেই সম্মান বাড়িতে এসে পৌঁছেছে কুরিয়ার মারফত । এর জেরে ক্ষুব্ধ হয়ে বাবা – মা ফিরিয়ে দিলেন সেই সম্মান । প্রসঙ্গত , অসম সাহসিকতার জন্য দেশে যে সমস্ত সম্মান দেওয়া হয় , তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ সম্মান ‘ শৌর্য চক্র’।
গুজরাতের বাসিন্দা ল্যান্স নায়েক গোপাল সিংহ এই সম্মান পেয়েছেন । ২০১৭ সালে কাশ্মীরে নিযুক্ত থাকার সময় শহিদ হন তিনি । ২০০৮ সালে মুম্বাই হামলার সময়ও সাহসিকতা ও কৃতিত্বের জন্য বিশিষ্ট সেনা মেডেলে সম্মানিত হয়েছিলেন গোপাল । শহিদ হয়ে মরণোত্তর শৌর্য চক্র পেয়েছেন তিনি । গোপাল সিংহের মৃত্যুর পর তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তি ও মৃত্যু পরবর্তী সুবিধা হাতিয়ে নিতে চান বলে অভিযোগ । শহিদ সেনার বাবা – মায়ের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব আদালত পর্যন্ত পৌঁছায় ।
বিষয়টি নিয়ে মামলা চলতে থাকায় শৌর্য চক্রের মেডেল কার হাতে পৌঁছবে , তা নিয়ে সিদ্ধান্ত স্থগিত হয়ে যায় । সম্প্রতি শহিদ জওয়ানের সমস্ত সম্মান তাঁর বাবা – মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত । এরপরই শহিদ গোপাল সিংহের বাবা মুকিম সিংহ ভাদোরিয়ার বাপুনগরের বাড়িতে গত সোমবার এসে পৌঁছায় ছেলের শৌর্য চক্র পদকটি । তবে সেটি পৌঁছায় কুরিয়ারে । তাঁরা সেই পদক নিতে অস্বীকার করে ফিরিয়ে দেন এবং গোটা বিষয়টিতে রাষ্ট্রপতি ভবনের হস্তক্ষেপ দাবি করেছেন । বিষয়টি সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । এ বিষয়ে মুকিম সিংহ জানান , গত ফেব্রুয়ারি মাসেই তিনি প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দিয়ে আর্জি জানান , স্বাধীনতা দিবস কিংবা সাধারণতন্ত্র দিবসে তার হাতে যেন পদকটি তুলে দেওয়া হয় । কিন্তু তার সেই অনুরোধ রাখা হয়নি বলে অভিযোগ সন্তানহারা বাবার ।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…