Categories: দেশ

শহিদ সেনার শৌর্য চক্র কুরিয়ারে এল বাড়িতে, ফিরিয়ে দিলেন বাবা

এই খবর শেয়ার করুন (Share this news)

২০১৭ সালে কাশ্মীরে কর্মরত থাকার সময় দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছিলেন ছেলে । শহিদ সেনাকে মরণোত্তর সম্মান জানিয়েছে দেশ । কিন্তু সেই সম্মান বাড়িতে এসে পৌঁছেছে কুরিয়ার মারফত । এর জেরে ক্ষুব্ধ হয়ে বাবা – মা ফিরিয়ে দিলেন সেই সম্মান । প্রসঙ্গত , অসম সাহসিকতার জন্য দেশে যে সমস্ত সম্মান দেওয়া হয় , তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ সম্মান ‘ শৌর্য চক্র’।

গুজরাতের বাসিন্দা ল্যান্স নায়েক গোপাল সিংহ এই সম্মান পেয়েছেন । ২০১৭ সালে কাশ্মীরে নিযুক্ত থাকার সময় শহিদ হন তিনি । ২০০৮ সালে মুম্বাই হামলার সময়ও সাহসিকতা ও কৃতিত্বের জন্য বিশিষ্ট সেনা মেডেলে সম্মানিত হয়েছিলেন গোপাল । শহিদ হয়ে মরণোত্তর শৌর্য চক্র পেয়েছেন তিনি । গোপাল সিংহের মৃত্যুর পর তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রী স্বামীর সমস্ত সম্পত্তি ও মৃত্যু পরবর্তী সুবিধা হাতিয়ে নিতে চান বলে অভিযোগ । শহিদ সেনার বাবা – মায়ের সঙ্গে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব আদালত পর্যন্ত পৌঁছায় ।

বিষয়টি নিয়ে মামলা চলতে থাকায় শৌর্য চক্রের মেডেল কার হাতে পৌঁছবে , তা নিয়ে সিদ্ধান্ত স্থগিত হয়ে যায় । সম্প্রতি শহিদ জওয়ানের সমস্ত সম্মান তাঁর বাবা – মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত । এরপরই শহিদ গোপাল সিংহের বাবা মুকিম সিংহ ভাদোরিয়ার বাপুনগরের বাড়িতে গত সোমবার এসে পৌঁছায় ছেলের শৌর্য চক্র পদকটি । তবে সেটি পৌঁছায় কুরিয়ারে । তাঁরা সেই পদক নিতে অস্বীকার করে ফিরিয়ে দেন এবং গোটা বিষয়টিতে রাষ্ট্রপতি ভবনের হস্তক্ষেপ দাবি করেছেন । বিষয়টি সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে । এ বিষয়ে মুকিম সিংহ জানান , গত ফেব্রুয়ারি মাসেই তিনি প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দিয়ে আর্জি জানান , স্বাধীনতা দিবস কিংবা সাধারণতন্ত্র দিবসে তার হাতে যেন পদকটি তুলে দেওয়া হয় । কিন্তু তার সেই অনুরোধ রাখা হয়নি বলে অভিযোগ সন্তানহারা বাবার ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

6 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

6 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

6 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

6 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago